বিশ্বের গ্রহণযোগ্য নেতার তালিকায় ফের শীর্ষে মোদি

ভারত, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম | 2024-02-22 15:14:13

জনপ্রিয়তার দিক থেকে বিশ্বে আবারও শীর্ষ স্থান দখল করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যুক্তরাষ্ট্রের ডেটা ইন্টেজিলেন্স সংস্থা মর্নিং কনসাল্টের সমীক্ষা অনুযায়ী, বিশ্বের সবচেয়ে গ্রহণযোগ্য নেতার তালিকার শীর্ষে আছেন মোদি।

এ ক্ষেত্রে তার ধারেকাছেও নেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে মার্কিন ডেটা ইন্টেজিলেন্স সংস্থার সমীক্ষা অনুযায়ী, মোদির গ্রহণযোগ্যতা দাঁড়িয়েছে ৭৮ শতাংশ। আবার ১৭ শতাংশ মানুষের কাছে তিনি গ্রহণযোগ্য বলে বিবেচিত হননি। ছয় শতাংশ মানুষ কোনও মত প্রকাশ করেননি।

মোদির পর দ্বিতীয় স্থানে আছেন মেক্সিকোর প্রেসিডেন্ট লোপেজ অবরাদোর। সমীক্ষা অনুযায়ী, লোপেজকে ৬৫ শতাংশ মানুষ গ্রহণযোগ্য বলে মনে করেছেন। অর্থাৎ মোদির থেকে ১৩ শতাংশ পিছিয়ে আছেন মেক্সিকোর প্রেসিডেন্ট। ২৯ শতাংশ মানুষের কাছে তিনি গ্রহণযোগ্য বলে বিবেচিত হননি। কোনও মতপ্রকাশ করেননি পাঁচ শতাংশ মানুষ।

তৃতীয় স্থানে রয়েছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট জেভিয়ার মিলেই। ওই সমীক্ষা অনুযায়ী, তার গ্রহণযোগ্যতা দেখা গেছে ৬৩ শতাংশ। তাকে গ্রহণযোগ্য বলে মনে করেননি সমীক্ষায় অংশগ্রহণকারী ৩২ শতাংশ মানুষ। অন্যদিকে, সমীক্ষায় অংশগ্রহণকারী পাঁচ শতাংশ মানুষ কোনও মতপ্রকাশ করেননি।

চতুর্থ স্থানে আছেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক। তার অ্যাপ্রুভাল রেটিং হল ৫২ শতাংশ। পঞ্চম স্থানে আছেন সুইৎজারল্যান্ডের প্রেসিডেন্ট ভায়োলা আমহার্ড। সমীক্ষায় অংশগ্রহণকারী ৫১ শতাংশ মানুষের কাছে তিনি গ্রহণযোগ্য বলে বিবেচিত হয়েছেন।

মার্কিন ডেটা ইন্টেজিলেন্স সংস্থার সমীক্ষা অনুযায়ী, সাত নম্বরে আছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ, আটে আছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, ১১ নম্বরে আছেন জো বাইডেন।

এক্ষেত্রে বেশ পিছিয়ে আছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, ব্রিটিশ প্রধানমন্ত্রী সুনাক এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ।

এ সম্পর্কিত আরও খবর