নাভালনির মৃত্যু নিয়ে সন্দিহান স্ত্রী

বিবিধ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2024-02-17 11:11:56

কারাবান্দী অবস্থায় বিরোধীদলীয় নেতা অ্যালেক্সি নাভালনির মৃত্যু নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন তার স্ত্রী ইউলিয়া নাভালনায়া। অশ্রুসিক্ত নাভালনায়া বলেন, আমরা পুতিন সরকারকে বিশ্বাস করতে পারি না। তারা সবসময় মিথ্যা বলে।

স্থানীয় সময় শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) মিউনিখ নিরাপত্তা সম্মেলনে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।

অ্যালেক্সি নাভালনি যদি সত্যিই মৃত্যুবরণ করে থাকে সেক্ষেত্রে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তার নেতৃত্বাধীন প্রশাসনের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন নাভালনির স্ত্রী।

ক্রেমলিনের সমালোচনা করে ইউলিয়া নাভালনায়া বলেন, আমি জানি না নাভালনির মৃত্যু সংবাদ সত্য কি না। আমরা পুতিন এবং তার নেতৃত্বাধীন প্রশাসনকে বিশ্বাস করতে পারি না। তারা সবসময় মিথ্যা বলে। তবে যদি সত্য হয়ে থাকে, তাহলে আমি চাই পুতিন ও তার অনুসারীদের এর দায় বহন করতে হবে; যা তারা আমাদের দেশ, আমার পরিবার এবং আমার স্বামীর সঙ্গে করেছে।

বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, কীভাবে নাভালনির মৃত্যু হল তা নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন। অনেকে ভাবছেন, নাভালনিও হয়ত প্রেসিডেন্ট পুতিনের অন্যান্য শত্রুদের মতোই রহস্যময় পরিণতি বরণ করেছেন। শত্রুকে সরাতে মোক্ষম চালই হয়ত চেলেছেন পুতিন। একে একে পথের কাঁটা সরাচ্ছেন তিনি। ভাড়াটে সৈন্য ওয়াগনার প্রধান প্রিগোজিনের পর এবার সর্বশেষ শিকার হয়ে থাকতে পারেন নাভালনি।

রুশ কারা কর্তৃপক্ষের ভাষ্যমতে, নাভালনি হাঁটার পর অসুস্থ বোধ করেন। এর কিছুক্ষণ পরই তিনি জ্ঞান হারান। দ্রুত চিকিৎসক ও অ্যাম্বুলেন্স দলকে ডাকা হয়। তার জ্ঞান ফিরিয়ে আনা চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়। পরে চিকিৎসকেরা তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তার মৃত্যুর কারণ জানতে তদন্ত চলছে।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, অ্যালেক্সি নাভালনির মৃত্যু কী ভাবে হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। চিকিৎসকদের সঙ্গে কথা বলা হচ্ছে। তারাই প্রতিবেদন দেবেন।

কারাবান্দী অবস্থায় আলেক্সি নাভালনির মৃত্যুতে রাশিয়াসহ বিশ্বব্যাপী নিন্দার ঝড় উঠেছে। নাভালনির মৃত্যুতে তার ডেপুটি ইভান ঝদানভ এক্স-এ বলেছেন, নাভালনির আত্মীয়দের ২৪ ঘণ্টার মধ্যে তার মৃত্যুর বিষয়ে অবহিত করা উচিত ছিল, কিন্তু সেই সিয়ম মেনে কোনও বিজ্ঞপ্তি দেওয়া হয়নি।

রাশিয়ান সংবাদপত্র সম্পাদক এবং নোবেল শান্তি পুরস্কার বিজয়ী দিমিত্রি মুরাতোভ রয়টার্সের সঙ্গে কথা বলার সময় নাভালনির মৃত্যুকে ‘হত্যা’ বলে অভিহিত করে বলেন, তিনি বিশ্বাস করেন যে, কারাগারের পরিস্থিতি নাভালনির মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে।

নাভালনির মৃত্যুর জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দায়ী বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এর জন্য পরিণতি ভোগ করতে হতে পারে বলে সতর্ক করে বাইডেন বলেন, নাভালনির মৃত্যুতে তিনি আশ্চর্য নন, তবে ক্ষুব্ধ হয়েছেন।

এ সম্পর্কিত আরও খবর