সন্দেশখালির ঘটনায় বিজেপির দিকেই আঙুল তুলেছে তৃণমূল

ভারত, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম | 2024-02-15 14:16:24

ভারতের পশ্চিমবঙ্গের সন্দেশখালিকাণ্ডে পাল্টা অভিযোগ তুলেছে শাসক তৃণমূল কংগ্রেস। দলের স্থানীয় নেতাদের বিরুদ্ধে ওঠা অভিযোগকে ‘বঙ্গ-বিরোধী প্রচার’ হিসেবে উল্লেখ করে আইনি পদক্ষেপের দাবি তুলেছে দলটি।

এনডিটিভি জানিয়েছে, পাল্টা প্রচারে বিজেপি শাসিত রাজ্যগুলোর আইনশৃঙ্খলা নিয়ে কেন্দ্রীয় রিপোর্টকেই হাতিয়ার করেছেন রাজ্যের শাসক নেতৃত্ব। পাশাপাশি, এই ঘটনায় রাজনৈতিক প্রচারের পরিকল্পনা সংক্রান্ত একটি অডিও ক্লিপ প্রকাশ করে বিজেপির দিকেই আঙুল তুলেছে তৃণমূল কংগ্রেসের নেতারা।

এদিকে, দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের উপরে হামলা ও নিগ্রহের অভিযোগ সামনে রেখে আক্রমণের ধার বাড়াচ্ছে বিজেপিও।

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বুধবার বলেছেন, ‘তৃণমূলের আমলে দলদাস পুলিশের ভূমিকা বাম আমলকেও ছাপিয়ে গেছে! পুলিশের অত্যাচার সহ্যের সব সীমা ছাড়িয়েছে। এর প্রতিবাদে বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের সব জেলায় পুলিশ সুপারের অফিস, কমিশনারেট এলাকায় ডিসি অফিসে অবস্থান চলবে।’

অসুস্থ হয়ে পড়ার আগে সুকান্ত অবশ্য বলেছিলেন, ‘আগামীকাল (বৃহস্পতিবার) প্রত্যেকটি এসপি অফিসের সামনে দুপুর ২টা থেকে বিক্ষোভ হবে দুর্নীতির প্রশ্নে।’

স্থানীয় পুলিশের পক্ষ থেকে রাজ্য প্রশাসনের শীর্ষমহলকে পাঠানো রিপোর্টে অবশ্য একটি ভিডিও ক্লিপ দিয়ে বলা হয়েছে, বসিরহাট সাংগঠনিক জেলা বিজেপির সম্পাদক ও নারী মোর্চার নেত্রী সিরিয়া পরভিন বিবির হ্যাঁচকা টানেই পুলিশের গাড়ির বনেটে পড়ে যান সুকান্ত। দুই পুলিশ সদস্যকেও ধাক্কা মেরে ফেলে দেওয়ার অভিযোগ আছে সিরিয়ার বিরুদ্ধে। তাকে গ্রেফতারও করা হয়েছে।

স্থানীয়দের ক্ষোভের মুখে প্রাথমিকভাবে দলের এক নেতাকে সাসপেন্ড করলেও সন্দেশখালির ঘটনা নিয়ে তৃণমূল পাল্টা আক্রমণে নেমে পড়েছে। মন্ত্রী শশী পাঁজা ও রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ দলের স্থানীয় নেতাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ কার্যত নস্যাৎ করে দিয়েছেন।

কুণালের দাবি, ‘জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিরা এলাকা ঘুরে বলেছেন, ধর্ষণ বা নারীদের তুলে নিয়ে যাওয়ার মতো কোনও অভিযোগ পাননি তারা। তারপরেও বিজেপি ও সিপিএম পরিকল্পিতভাবে বাংলা-বিরোধী প্রচার চালিয়ে যাচ্ছে!’

মন্ত্রী শশী বলেন, ‘মণিপুরের ঘটনার পরে স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করেছেন? বিজেপি নেতারা ঘৃণা ছড়াচ্ছেন।’

এমতাবস্থায় বসে নেই সিপিএম ও কংগ্রেসও। কেন বার বার সন্দেশখালির নানা এলাকায় ১৪৪ ধারা জারি করে বিরোধীদের আটকানো হচ্ছে, সেই প্রশ্ন তুলে সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম বলেছেন, ‘তৃণমূল বলেছিল, খেলা হবে! খেলা বন্ধ করার জন্য নারীরা রাস্তায় নেমেছেন। তৃণমূলের নারী কংগ্রেস এখন বলছে সমাবেশ করতে যাবে, কী করেছে এতদিন? চোরের মায়ের বড় গলা জানতাম, নারী কমিশন কী করেছে?’

সিপিএম সূত্রের খবর, দলের কেন্দ্রীয় কমিটির সদস্য দেবলীনা হেমব্রমের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সন্দেশখালি যাবে। বসিরহাটে দলের প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারকে আদালতে পেশ করা উপলক্ষেও মিছিল ও জমায়েতের ডাক দিয়েছে সিপিএম। সেখানে থাকার কথা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীর।

প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীরও সন্দেশখালি যাওয়ার কথা রয়েছে আগামী শুক্রবার।

তার আগে অধীর বলেছেন, ‘কেউ কোথাও কোনও দিন ১৪৪ ধারা জারি করে কুকীর্তি চেপে রাখতে পারেনি, তৃণমূলও পারবে না! স্বামী ও বাচ্চাদের ভয় দেখিয়ে নারীদের নিয়ে গিয়ে অত্যাচার করা হয়েছে সন্দেশখালিতে। পুলিশ সব জানে। তৃণমূল নেতাদের বলব, আপনারা আয়নায় মুখ দেখতে পারেন? বাড়ির মা-বোনেদের কথা মনে পড়ে না?’

অন্যদিকে, তৃণমূল একটি অডিও ক্লিপ প্রকাশ করে দাবি করেছে, সেখানে বিজেপির বিধায়ক অগ্নিমিত্রা পাল এবং বিজেপির আইটি সেলের কো-অর্ডিনেটর নেতার কথোপকথন শোনা যাচ্ছে। সেখানে সন্দেশখালির ঘটনার প্রচারকে এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর