নিউইয়র্কে মেট্রো স্টেশনে গোলাগুলিতে নিহত ১, আহত ৫

আমেরিকা, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2024-02-13 11:57:50

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি মেট্রো স্টেশনে গোলাগুলিতে একজন নিহত ও ৫ জন আহত হয়েছেন। স্থানীয় সময় গতকাল সোমবার বিকেলে এ ঘটনা ঘটে বলে নিউইয়র্ক সিটি পুলিশ জানিয়েছে।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এর এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, নিউইয়র্কের উত্তরাঞ্চলের ব্রোনক্সের মাউন্ট এডেন অ্যাভিনিউ মেট্রোস্টেশনে এই গুলির ঘটনা ঘটে।

নিউইয়র্ক সিটি পুলিশ জানায়, দুইটি কিশোর গ্যাং এর মধ্যে তর্কের জেরে তাদের মধ্যে বন্দুকযুদ্ধ হয়। এ সময় ৩৪ বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছেন। আর আহতদের মধ্যে একজন ১৪ বছর বয়সী মেয়ে। এছাড়া ১৫ বছর বয়সী এক ছেলে এবং একজন ৭১ বছর বয়সী ব্যক্তিও রয়েছেন আহতদের মধ্যে।

এক সংবাদ সম্মেলনে পুলিশ ট্রানজিট প্রধান মাইকেল কেম্পার বলেছেন, ‘আমরা বিশ্বাস করি না এটি এলোমেলো কোনও গোলাগুলির ঘটনা ছিল। আমরা বিশ্বাস করি, ট্রেনে দুটি গ্রুপের মধ্যে বিরোধের জের ধরে এই গোলাগুলি হয়েছে।’

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতার ঘটনা খুবই সাধারণ। দেশটিতে প্রাপ্ত বয়স্ক প্রায় সবার কাছেই বন্দুক আছে। তবে শপিং মল, মেট্রো স্টেশনের মত জনবহুল এলাকাগুলোতে এ ধরনের সহিংসতার ঘটনা বেশ উদ্বেগের কারণ হয়ে দাড়িয়েছে।

এ সম্পর্কিত আরও খবর