শক্ত ঘাঁটি লাহোরে বিজয় নিশ্চিত করেছে শরীফ পরিবার

এশিয়া, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম | 2024-02-09 18:33:56

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রার্থীদের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ দলের শরীফ পরিবারের চার সদস্য অবশেষে তাদের শক্ত ঘাঁটি পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোর থেকে জয়ী হতে পেরেছে।

এনডিটিভি জানিয়েছে, গত বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) রাতে প্রতিকূল ফলাফল দেখে হতাশাগ্রস্ত হয়ে পড়েছিল শরীফ পরিবার। এরপর যখন ইসিপি লাহোরের চারটি আসনে তাদের বিজয়ী ঘোষণা করে, তখন তারা উচ্ছ্বাস প্রকাশ করেন।

এদিকে, পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি) ভোটের ২০ ঘণ্টা পরে তাদের নির্বাচনী এলাকার ফলাফল ঘোষণা করে।

পিএমএল-এন প্রধান এবং সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ নির্বাচনী আসন নং ১৩০ থেকে পিটিআইয়ের ডক্টর ইয়াসমিন রশিদকে হারিয়ে বিজয়ী হয়েছেন।

নওয়াজের মেয়ে মরিয়ম নওয়াজ নির্বাচনী আসন নং ১১৯ থেকে পিটিআইয়ের ফারুক শাহজাদের বিরুদ্ধে জয়ী হয়েছেন পেয়েছিলেন।

নওয়াজের ভাগ্নে হামজা শেহবাজ নির্বাচনী আসন নং ১১৮ থেকে পিটিআইয়ের আলিয়া হামজাকে হারিয়েছেন।

নওয়াজের ছোট ভাই এবং প্রাক্তন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ, নির্বাচনী আসন নং ১২৩ পিটিআইয়ের আফজাল ফাতের বিরুদ্ধে জয়ী হয়েছেন।

মজার বিষয় হল, নওয়াজের নির্বাচনী এলাকা থেকে ভোট গণনার স্বচ্ছতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে ইসিপি।

পিপিপি প্রধান বিলাওয়াল ভুট্টো জারদারি লাহোর ন্যাশনাল অ্যাসেম্বলি আসন ১২৭ পিএমএল-এনের আত্তা তারারের কাছে হেরেছেন।

অন্যদিকে, পিটিআই এবং পিএমএল-এন উভয়ই নির্বাচনে জয়ের দাবি করছে। শক্তিশালী সেনাবাহিনীর সমর্থন নিয়ে নির্বাচনে রেকর্ড চতুর্থ মেয়াদে জয় পাওয়ার আশা করছেন শরীফ। তার দল বলেছে, সাধারণ নির্বাচনের চূড়ান্ত ফলাফলের পর শরীফ একটি বিজয়ের ভাষণ দিতে প্রস্তুত।

এ সম্পর্কিত আরও খবর