আকস্মিক বন্যায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া

আমেরিকা, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2024-02-05 19:57:40

আকস্মিকভাবে সৃষ্ট ভারী বৃষ্টি আর ঝড়ের কবলে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া। এই বন্যার কারণে প্রায় ১ কোটি মানুষের দুর্ভোগ শুরু হয়েছে রাজ্যটিতে।

সোমবার (৫ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম সিএনএন এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, বন্যার কবলে প্রায় ১ কোটি মানুষ। বেশ কিছু এলাকার বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। তবে বিদ্যুৎহীন অবস্থায় রয়েছেন প্রায় ৯ লাখ মানুষ।

ভয়াবহ বন্যার কারণে সানফ্রান্সিসকো, লস অ্যাঞ্জেলেস, সাক্রামেন্টো, সান দিয়েগো ও মেট্রো অকল্যান্ড বিমানবন্দরে সাড়ে তিনশ’রও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে।

এর আগে, রোববার সন্ধ্যায় শক্তিশালী ঝড় আঘাত হানে অরেঞ্জ কাউন্টিতে। সেখানে এখনও জরুরি অবস্থা জারি রয়েছে।

ঝড়ের পর থেকেই ক্যালিফোর্নিয়ার বিভিন্ন স্থানে টানা বৃষ্টি হচ্ছে। ফলে সৃষ্টি হয়েছে আকস্মিক বন্যার।

এ সম্পর্কিত আরও খবর