ভিডিও গেম খেলে প্যারালাইজড!

, আন্তর্জাতিক

সেন্ট্রাল ডেস্ক ৩ | 2023-08-27 20:28:37

ইন্টারনেট ক্যাফেতে বসে টানা ২০ ঘণ্টা গেম খেলে ক্ষাঘাতগ্রস্থ হয়ে পড়ছেন চীনের এক তরুণ। তবে, তিনি কী গেম খেলছিলেন জানা যায়নি। সংবাদমাধ্যম সূত্রে শুক্রবার জানা গেছে, ২৭ জানুয়ারি সন্ধ্যা থেকে গেম খেলতে শুরু করেছিলেন ওই তরুণ। পরের দিন দুপুর গড়িয়ে গেলেও খেলা থামাননি। এর মাঝে শৌচালয়ে যাওয়ার জন্য উঠতে গিয়েই ঘটে বিপত্তি। পা আর সাড়া দিচ্ছে না! কোমর থেকে নীচ পর্যন্ত অসাড় হয়ে গেছে তার! এরপরই তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয় ওই তরুণকে। ঘটনাটি ঘটেছে চীনের জেজিয়াং প্রদেশের জিয়াশিংয়ে। ওই তরুণের এক বন্ধু বলেন, "তাকে দেখে মনে হচ্ছিল সম্পূর্ণভাবে পা দুটো হারিয়েছে সে। এতটাই শোচনীয় অবস্থা যে, অ্যাম্বুল্যান্স ডাকতে বাধ্য হই।" গেমের নেশা এমনই যে হাসপাতালে ভর্তি করার সময়ও বন্ধুকে গেমের বাকিটা শেষ করার নির্দেশ দিয়ে যান ওই তরুণ। শেষ খবর পাওয়া পর্যন্ত তিনি এখনও চিকিৎসারত অবস্থায় রয়েছেন বলে জানা গেছে। চীনে তরুণ প্রজন্মের মধ্য ভিডিও গেম খেলা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে বলে দীর্ঘকাল ধরেই মনে করছেন বিশেষজ্ঞররা। 'কিং অব গ্লোরি' নামে ভিডিও গেম চীনে বেশ জনপ্রিয় বলে পরিচিত। তবে, সেখানকার তরুণ প্রজন্ম গেমে এতটাই বুঁদ হয়ে থাকে, যে মাঝেসাঝে অঘটন করে ফেলেন তারা। চীনের সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, গেম খেলে মায়ের জমানো সারা জীবনের সঞ্চয় ১৭ হাজার পাউন্ড চুরি করে ১০ বছরের এক বালক। গত অক্টোবরে ২০ বছর বয়সী এক তরুণী সারা দিন মোবাইলে গেম খেলে একটি চোখ হারান। গেমে আসক্ত ওই সব তুরুণ-তরুণীদের 'ডিজিটাল-ডেটক্স' নামে রিহ্যাবে পাঠাচ্ছেন তাদের বাবা-মায়েরা।

এ সম্পর্কিত আরও খবর