সাইবেরিয়ার নিঃসঙ্গ সেলে রাশিয়ার ভিন্নমতাবলম্বী কারা-মুর্জা

ইউরোপ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম | 2024-01-30 19:08:36

রাশিয়ার বিরোধী রাজনীতিবিদ ভ্লাদিমির কারা-মুর্জাকে সাইবেরিয়ার ওমস্ক অঞ্চলে উপনিবেশ আমলের একটি কারাগারের নিঃসঙ্গ সেলে স্থানান্তরিত করা হয়েছে এবং শাস্তি ব্লকে রাখা হয়েছে।

তার আইনজীবীকে উদ্ধৃত করে মঙ্গলবার (৩০ জানুয়ারি) খবরটি নিশ্চিত করেছে রয়টার্স।

সংবাদপত্র নোভায়া গেজেটা ইউরোপ জানিয়েছে, কারা-মুর্জা তার আইনজীবী মারিয়া ইসমন্টকে লিখেছেন যে, একজন গার্ড তাকে দাঁড়াতে বলেছিল। কিন্তু, তিনি দাঁড়াতে বিলম্ব করেছিলেন। তাই তাকে শাস্তি হিসাবে ওই কারাগারে পাঠানো হয়েছে।

কারা-মুর্জা বলেছেন, তাকে এমন এক ধরণের শাস্তি সেলে পাঠানো হয়েছে, যা অন্যান্য বন্দীদের থেকে বিচ্ছিন্নতার কঠোরতম রূপ।

রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা নিষেধাজ্ঞার জন্য লবিং করেছিলেন-এই অভিযোগে কারা-মুর্জাকে গত বছরের এপ্রিলে ২৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল।

কিন্তু, তিনি বরাবরই তার বিরুদ্ধে আনীত রাষ্ট্রদ্রোহ এবং অন্যান্য অভিযোগ অস্বীকার করেছেন। তার বিরুদ্ধে মামলাটিকে স্ট্যালিনবাদী শো ট্রায়ালের সঙ্গেও তুলনা করেছেন তিনি।

তার স্ত্রী সোমবার বলেছেন, তার স্বামীকে আগের কারাগার থেকে সরিয়ে ওমস্কে নেওয়া হয়েছিল এবং তার অবস্থান অজানা ছিল।

এ সম্পর্কিত আরও খবর