স্কটল্যান্ডে ঘূর্ণিঝড় জোসেলিনের তাণ্ডব, ট্রেন চলাচল বন্ধ

ইউরোপ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2024-01-23 18:51:07

যুক্তরাজ্যে ঘূর্ণিঝড় ইশার পর নতুন ঝড় জোসেলিন আঘাত হেনেছে। জোসেলিন ইতিমধ্যেই যুক্তরাজ্যের পশ্চিমাঞ্চলে প্রভাব ফেলছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়া পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কায় স্কটল্যান্ডে সন্ধ্যা ৭টার পর থেকে ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) সংবাদমাধ্যম স্কাই নিউজের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ঘূর্ণিঝড় জোসেলিনের তাণ্ডব আরও বাড়তে পারে। আরও ঝড়ো বাতাস এবং অতিবৃষ্টির আশঙ্কাও রয়েছে। জোসেলিনের প্রভাবে পরিবহন ব্যবস্থা বাধাগ্রস্ত হতে পারে বলে মনে করছেন তারা। এর আগে ঘূর্ণিঝড় ইশায় দুই জন নিহত এবং একজন গুরুতর আহত হয়েছিলেন।

পশ্চিম ও দক্ষিণ স্কটল্যান্ড এবং উত্তর-পশ্চিম ইংল্যান্ডের কিছু অংশে বৃষ্টির সতর্কতাসহ যুক্তরাজ্যের বেশিরভাগ অংশ জুড়ে বাতাসের সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস। অন্যদিকে স্কটল্যান্ডের উত্তর ও পূর্বাঞ্চলে বরফের সতর্কতা জারি করা হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, উন্মুক্ত এলাকায় ৮০ মিটার গতিবেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। উচ্চ ভূমিতে ৪০-৫০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে।

আবহাওয়া অফিসের মুখ্য আবহাওয়াবিদ স্টিভ উইলিংটন বলেছেন, ঘূর্ণিঝড় জোসেলিন ইশার চেয়ে বেশি ভয়াবহ প্রভাব ফেলতে পারে। 

এ সম্পর্কিত আরও খবর