ইউক্রেন সার্বভৌম রাষ্ট্র নয় : স্লোভাক প্রধানমন্ত্রী

ইউরোপ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম | 2024-01-21 20:42:54

স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো শনিবার (২০ জানুয়ারি) বলেছেন, ‘প্রতিবেশী ইউক্রেন সার্বভৌম রাষ্ট্র নয়, বরং দেশটি যুক্তরাষ্ট্রের নিরঙ্কুশ নিয়ন্ত্রণে রয়েছে।’

রয়টার্স জানিয়েছে, যুদ্ধ-বিধ্বস্ত দেশটিতে সামরিক সহায়তার বিরুদ্ধে ও রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার বিরোধী পপুলিস্ট রাজনীতিবিদ ইউক্রেনের ন্যাটোতে যোগদানের বিরোধিতাও পুনর্ব্যক্ত করেছেন।

ফিকো পাবলিক ব্রডকাস্টার আরটিভিএসকে বলেন, ‘ইউক্রেন একটি স্বাধীন ও সার্বভৌম দেশ নয়, বরং দেশটি যুক্তরাষ্ট্রের সম্পূর্ণ প্রভাব ও নিয়ন্ত্রণের অধীনে।’

উল্লেখ্য, এই স্লোভাকিয়া ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়ন উভয়েরই সদস্য।

আগামী বুধবার স্লোভাকিয়ার সীমান্তে পশ্চিম ইউক্রেনের উজহোরোড নগরীতে ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শ্যামিহালের সঙ্গে ফিকোর দেখা করার কথা রয়েছে।

ফিকো বলেন, ‘আমি তাকে বলব, আমি ন্যাটোতে ইউক্রেনের সদস্য হওয়ার বিপক্ষে এবং আমি এতে ভেটো দেব। কারণ, এটি কেবলমাত্র তৃতীয় বিশ্বযুদ্ধের ভিত্তি হবে, অন্য কিছু নয়।’

তিনি আরও বলেন, ‘ইউক্রেন যাতে করে কোনও অস্ত্র না পায়, তা আমি ও স্লোভাক সেনাবাহিনী নিশ্চিত করব।’

২০২৩ সালে প্রকাশিত ব্রাতিস্লাভাভিত্তিক গ্লোবসেক থিঙ্ক ট্যাঙ্কের প্রতিবেদন অনুসারে, স্লোভাকিয়া হলো ইউরোপীয় ইউনিয়নের অন্যতম রাশিয়াপন্থী দেশ।

ইউক্রেনের বিরুদ্ধে ফিকোর সমালোচনা সত্ত্বেও কেবলমাত্র হাঙ্গেরিই কিয়েভকে ৫০ বিলিয়ন ইউরোর সাহায্য প্রদানে ভেটো দিয়েছে।

তবে ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য সদস্যরা গত ডিসেম্বরে এ সহায়তা দেওয়ার পক্ষে ভোট দেয়।

এ সম্পর্কিত আরও খবর