গুজরাটে স্কুল পিকনিকের নৌকা উল্টে ১৬ জনের মৃত্যু

ভারত, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2024-01-18 22:12:36

গুজরাটে হারনি মোতনাথ লেকে স্কুলের পিকনিকের নৌকা উল্টে ১৪ শিক্ষার্থী ও দুই শিক্ষকসহ কমপক্ষে ১৬ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় ভাদোদারার হারনি লেকে এ দুর্ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, নৌকাটিতে ৩৪ জন শিক্ষক-শিক্ষার্থী ছিল। গুজরাটের মন্ত্রী ঋষিকেশ প্যাটেল জানিয়েছেন, এখন পর্যন্ত ১০ জন শিক্ষার্থীকে উদ্ধার করা সম্ভব হয়েছে।

উদ্ধারকারী সংস্থা এনডিআরএফ নিখোঁজদের উদ্ধারে কাজ করছে। তবে লেকের নিচে কাদা থাকায় তাদের উদ্ধার অভিযান ব্যহত হচ্ছে। উদ্ধারকারীরা আশঙ্কা করছেন, নিখোঁজদের কয়েকজন হয়ত কাদার মধ্যে আটকে গেছে। নৌকার যাত্রীদের কারও লাইফ জ্যাকেট ছিল না বলে উদ্ধারকারী দল জানিয়েছে।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ভাদোদরা জেলার একটি বেসরকারি স্কুলের তরফে ছাত্র-ছাত্রীদের হারনি মোতনাথ লেকে পিকনিক করতে নিয়ে যাওয়া হয়েছিল। তারপর ওই লেকে নৌকাভ্রমণ করতে ওঠে পড়ুয়ারা। মোট ২৭ জন ছিলেন। লেকের মাঝে গিয়ে বেসামাল হয়ে পড়ে উল্টে যায় নৌকাটি।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এদিকে পিকনিকের নৌকা উল্টে শিক্ষক-শিক্ষার্থী নিহত হওয়ায় দুঃখ প্রকাশ করেছেন। তিনি নিহতদের প্রত্যেকের পরিবারকে ২ লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন।

এ সম্পর্কিত আরও খবর