রাম মন্দির উদ্বোধনের দিন সংহতি মিছিলের ডাক মমতার

ভারত, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম | 2024-01-16 18:59:44

ভারতের অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের দিন তৃণমূলের সংহতি মিছিলের ডাক দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আগামী ২২ জানুয়ারি কালীঘাট মন্দির থেকে শুরু করে বিভিন্ন মন্দির-মসজিদ-গুরুদ্বার ঘুরে ওই সর্বধর্ম সমন্বয় মিছিল হবে বলে জানিয়েছেন মমতা। একই সঙ্গে ব্লকে ব্লকেও সেদিন মিছিলের আয়োজন করা হয়েছে।

এনডিটিভি জানিয়েছে মমতা বলেছেন, ‘আমি ২২জানুয়ারি একটি মিছিল করবো। এটি কালীঘাট মন্দির থেকে শুরু হবে, যেখানে কেবল আমি মা কালীর কাছে প্রার্থনা করতে যাবো। এর পর আমরা হাজরা থেকে পার্ক সার্কাস ময়দান পর্যন্ত একটি সর্বধর্ম সমন্বয় মিছিল করবো এবং সেখানে একটি সভা করবো। পথে মসজিদ, মন্দির, গির্জা এবং গুরুদ্বারগুলো ঘুরে ওই মিছিল যাবে। ওই মিছিলে যোগদানের জন্য সবাইকে স্বাগত জানানো হচ্ছে। এই মিছিলে সব ধর্মের মানুষ থাকবেন।’

তিনি আরও বলেন, ‘একই দিনে আমার দলের সদস্যরা প্রতিটি ব্লকে, প্রতিটি জেলায় বিকেল ৩টায় সমাবেশ করবেন। ২০ জানুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত দলের পক্ষ থেকে প্রতিটি ভোটকেন্দ্রে ক্যাম্প করবো, যেখানে আমাদের তিনজন কর্মী উপস্থিত থাকবেন। মানুষ যদি আমাদের কল্যাণমূলক প্রকল্পগুলোর সুবিধা না পেয়ে থাকেন, তবে তারা তাদের নাম ওই ক্যাম্পে নথিভুক্ত করবেন। এটি জন সংযোগ কর্মসূচির ব্যানারে হবে।’

তবে মমতা জানিয়েছেন, এটা কোনও প্রতিবাদ কর্মসূচি নয়। তার মতে মন্দিরে প্রাণপ্রতিষ্ঠা সাধুসন্তদের কাজ। তার ভাষ্যমতে, ‘আমি সাধুসন্তদের সম্মান করি। তারা কী বলছেন আমি শুনছি।’

প্রসঙ্গত, অব্রাহ্মণের হাতে রাম মন্দিরের প্রাণপ্রতিষ্ঠা নিয়ে পুরী ও উত্তরাখণ্ডের জ্যোতিষপীঠের শঙ্করাচার্যেরা নরেন্দ্র মোদি ও বিজেপির তীব্র সমালোচনা করেছেন।

এই মিছিলে দলের পাশাপাশি নাগরিক সমাজকেও শামিল হওয়ার আহ্বান জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এই প্রসঙ্গে তিনি বিজেপিকে আক্রমণ বলেন, ‘এটার নাম হবে সম্প্রীতি মিছিল। বিজেপি বলে যাচ্ছে চোর। ওরাই সব চেয়ে বেশি চোর। তারা বড়ো বড়ো গুন্ডা, ক্রিমনাল এজেন্সির আশ্রয়ে বসে আছেন। দেখুন আমার পাঁচটা আঙুলের মধ্যে একটা আঙুল কেটে যেতে পারে। কিন্তু, তার মানে সবাই খারাপ নয়।’

এ সম্পর্কিত আরও খবর