নয়াদিল্লিতে ৮৪ ফ্লাইট বাতিল, বিলম্বিত দেড় শতাধিক

ভারত, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2024-01-15 14:14:33

ভারতের রাজধানী নয়াদিল্লি বিমানবন্দরে প্রচণ্ড শীত আর ঘন কুয়াশার কারণে ফ্লাইট বিপর্যয় দেখা দিয়েছে। এখন পর্যন্ত অন্তত ৮৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে। বিলম্বিত হয়েছে আরও দেড় শতাধিক ফ্লাইট।

সোমবার (১৫ জানুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়, ফ্লাইট ট্র্যাকার ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪ এর তথ্য অনুযায়ী, দিল্লি বিমানবন্দরে সোমবার (১৫ জানুয়ারি) সকালে গড়ে প্রায় এক ঘণ্টা বিলম্বে ১৬৮টি ফ্লাইট বিলম্বিত হয়েছে এবং ৮৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে। একজন যাত্রী দাবি করেছেন, ফ্লাইটে গোয়া যাওয়ার জন্য তাকে ১৩ ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে।

ইন্ডিগো, স্পাইসজেট এবং ভিস্তারার মতো প্রধান বিমান সংস্থাগুলো বলেছে, দিল্লি এবং কলকাতার খারাপ আবহাওয়া ফ্লাইট চলাচলকে প্রভাবিত করতে পারে। সোমবার ভোরে দিল্লি থেকে কলকাতাগামী একটি ফ্লাইট হায়দ্রাবাদের দিকে ঘুরিয়ে দেওয়া হয় বলে জানিয়েছে ভিস্তারা।

উল্লেখ্য, দিল্লি ছাড়াও পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশের বিস্তীর্ণ অংশে সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। কম দৃশ্যমানতার কারণে বিমান চালাতে সমস্যায় পড়েছেন চালকেরা।

এ সম্পর্কিত আরও খবর