গবেষণার জন্য উত্তর প্রদেশকে বেছে নিলেন নোবেলজয়ী অভিজিৎ

ভারত, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম | 2024-01-10 17:56:18

ভারতের নোবেলজয়ী বাঙালি অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় গবেষণার জন্য বেছে নিয়েছেন উত্তর প্রদেশকে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ এবং পশ্চিমবঙ্গ সরকারের কোভিড ম্যানেজমেন্ট এক্সপার্ট কমিটির সদস্য হলেও তার গবেষণা নিয়ে বৃহত্তর কাজের জন্য যোগী আদিত্যনাথের দ্বারস্থ হলেন অর্থনীতিতে নোবেলজয়ী অভিজিৎ।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, কৃত্তিম বুদ্ধিমত্তার ব্যবহার করে কীভাবে প্রান্তিক মানুষের কাছে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া যায়, তা নিয়ে গবেষণা করছেন এই বাঙালি অর্থনীতিবিদ। সেই গবেষণা বাস্তবের মাটিতে কী ভাবে কার্যকরী হবে, তা নিয়ে পরীক্ষানিরীক্ষা করতে অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় বেছে নিয়েছেন যোগী রাজ্যটিকে।

তবে, কীভাবে সে রাজ্যে এই গবেষণা চলবে তা নিয়ে অবশ্য এখনও মুখ খোলেননি নোবেলজয়ী এই বাঙালি অর্থনীতিবিদ।

জানা গেছে, যোগী আদিত্যনাথের সঙ্গে মঙ্গলবার (৯ জানুয়ারি) সাক্ষাৎ করেন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। দীর্ঘক্ষণ কথা হয় দুজনের। অভিজিতের সঙ্গে যোগীরাজ্যে গিয়েছিলেন পশ্চিমবঙ্গ বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়।

সূত্রের খবর, মঙ্গলবার অযোধ্যা সফরে যাওয়ার কথা ছিল যোগী আদিত্যনাথের। কিন্তু, অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের আসার কথা শুনে তিনি নিজের পূর্বপরিকল্পিত সূচি পিছিয়ে দেন।

লখনৌয়ের ৫ নম্বর কালীদাস মার্গে মুখ্যমন্ত্রীর বাসভবনে মঙ্গলবার সকাল ১০টা নাগাদ পৌঁছান নোবেলজয়ী বাঙালি অর্থনীতিবিদ।

গবেষণার বিষয়বস্তু নিয়ে দুজনের মধ্যে আলোচনা হয় এবং মুখ্যমন্ত্রীকে তার এআই-এর ব্যবহার নিয়ে বিস্তারিত জানান বাঙালি অর্থনীতিবিদ।

সূত্রের খবর, অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাবে রাজি হন যোগী আদিত্যনাথ। তাকে পূর্ণ সমর্থনের কথা জানিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী।

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুল প্রয়োগ করে গ্রামের প্রান্তিক মানুষকে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা দেওয়ার কাজ কীভাবে হবে, তা নিয়েও মুখ্যমন্ত্রীকে বিস্তারিত ব্যাখ্যা করেছেন অভিজিৎ।

জ্বর, পেট ব্যথা কিংবা যে কোনও ধরণের রোগে সহজে চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে তার এই এআই টুল বিশেষভাবে সহায়ক হবে বলেই মনে করা হচ্ছে।

প্রান্তিক মানুষেরা গ্রামে বসেই শহরের ভাল চিকিৎসকদের পরামর্শ পেতে পারবেন বলেই মনে করা হচ্ছে।

এই গবেষণার জন্য উত্তর প্রদেশই দেশের মধ্যে শ্রেষ্ঠ জায়গা বলে উল্লেখ করেছেন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়।

জানা গেছে, অভিজিতের হাতে যোগী তুলে দেন ‘এক জেলা, এক পণ্য’ প্রকল্পে তৈরি হওয়া ফিরোজাবাদে তৈরি বংশীধারী কৃষ্ণমূর্তি।

এ সম্পর্কিত আরও খবর