এশিয়ার শীর্ষ ধনীর তালিকায় ফের প্রথম আদানি

ভারত, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম | 2024-01-05 19:18:24

মুকেশ আম্বানিকে পেছনে ফেলে ফের ভারত ও এশিয়ার শীর্ষ ধনীর তালিকায় ফের প্রথম স্থানে উঠে এসেছেন ভারতের গৌতম আদানি।

শুক্রবার (৫ জানুয়ারি) ব্লুমবার্গ বিলিয়নিয়ার্স ইন্ডেক্স এর তথ্য অনুযায়ী এমনটাই জানা গেছে।

গত বছর যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষক সংস্থা হিন্ডেনবার্গ গৌতম আদানির গ্রুপের বিরুদ্ধে শেয়ার বাজার হেরফের করার গুরুতর প্রতিবেদন প্রকাশ করে। তবে গত সপ্তাহে ভারতের সুপ্রিম কোর্ট রায় দেন, হিন্ডেনবার্গের প্রতিবেদনের কোনো নতুন তদন্তের প্রয়োজন নেই।

সুপ্রিম কোর্টের এমন রায়ের পরই আবারও ঘুরে দাঁড়ান গৌতম। আদালতের রায়ের পর এখন পর্যন্ত গৌতম আদানির সম্পত্তি বেড়েছে ১৩ দশমিক ৩ বিলিয়ন ডলার।

বিশেষত আদানি পোর্টস ও অম্বুজা সিমেন্টস পৌঁছে যায় গত ৫২ সপ্তাহের মধ্যে তাদের সেরা অবস্থানে। মাত্র একদিনের ব্যবধানে তার সম্পত্তির পরিমাণ ৭ দশমিক ৭ বিলিয়ন ডলার বেড়ে ৯৭ দশমিক ৬ বিলিয়ন ডলারে পৌঁছেছে। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৮ লাখ ১১ হাজার ৫৮৪ কোটি রুপি। এতে করে অপর শীর্ষ ধনী মুকেশ আম্বানিকে পেছনে ফেলে এক নম্বরে চলে এসেছেন গৌতম আদানি। দ্বিতীয়স্থানে থাকা মুকেশের সম্পত্তির পরিমাণ হলো ৯৭ বিলিয়ন ডলার।

এ সম্পর্কিত আরও খবর