পাকিস্তানে সেনাঘাঁটিতে তালেবান হামলা, ১১ সেনা নিহত

, আন্তর্জাতিক

সেন্ট্রাল ডেস্ক ২ | 2023-08-23 23:22:59

পাকিস্তানের উত্তরাঞ্চলে একটি সেনাঘাঁটিতে আত্মঘাতী হামলায় অন্তত ১১ সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১৩ জন। গণমাধ্যমের কাছে পাঠানো বার্তায় জঙ্গিগোষ্ঠী পাকিস্তানি তালেবান এ ঘটনার দায় স্বীকার করেছে। পাকিস্তানি সংবাদমাধ্যম ডন অনলাইন জানায়, গতকাল শনিবার রাতে সোয়াত উপত্যাকার ওই সেনাঘাঁটিতে ভলিবল খেলছিলেন সেনারা। তখনই আত্মঘাতী হামলাটি চালানো হয়। এ সময় সেখানে বেসামরিক নাগরিকও উপস্থিত ছিলেন। পাকিস্তানের আন্তবাহিনী জনসংযোগ বিভাগের এক বিবৃতিতে বলা হয়, হামলাকারীরা সেনাক্যাম্পের একটি মাঠে এ হামলা চালায়। নিহত সেনাদের মধ্যে একজন কর্মকর্তা আছেন বলেও জানানো হয় বিবৃতিতে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এরই মধ্যে হামলার দায়ভার স্বীকার করেছে তেহরিক ই তালেবান। হামলার নিন্দা জানিয়েছেন পাকিস্তানি প্রধানমন্ত্রী খাকান আব্বাসি। আফগানিস্তানের সীমান্তবর্তী এই এলাকায় সাম্প্রতিক সময়ে সন্ত্রাসী তৎপরতা বেশ কমে গিয়েছিল। নিরাপত্তা বাহিনীর জোরদার তৎপরতার জন্যই এ পরিস্থিতির সৃষ্টি হয়। গত বছরের ডিসেম্বরে সোয়াতের জাহানাবাদ এলাকায় অভিযান চালিয়ে নিরাপত্তা বাহিনী দুজন জঙ্গিকে হত্যা করে। ওই দুই জঙ্গি আফগানিস্তান থেকে পালিয়ে সোয়াতে এসেছিল। ২০০৭ থেকে ২০০৯ সাল পর্যন্ত সোয়াত উপত্যকা জঙ্গিগোষ্ঠী পাকিস্তানি তালেবানের দখলে ছিল। সেই সময় ওই এলাকায় কঠোর ইসলামি আইন বলবৎ করে জঙ্গিরা। প্রকাশে বেত্রাঘাত এবং ফাঁসি কার্যকর করার মতো ঘটনা ঘটতে থাকে। পরে নিরাপত্তা বাহিনীর অভিযানের ফলে সোয়াত জঙ্গিমুক্ত হয়।

এ সম্পর্কিত আরও খবর