জাপানে দুই প্লেনের সংঘর্ষে নিহত ৫

এশিয়া, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2024-01-02 18:45:33

টোকিওর হানেদা বিমানবন্দরের রানওয়েতে জাপান এয়ারলাইন্সের প্লেনের সাথে কোস্টগার্ডের প্লেনের সংঘর্ষে কোস্টগার্ডের প্লেনটিতে থাকা পাঁচজন নিহত হয়েছেন।

জাপানের পরিবহন মন্ত্রীর বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, কোস্টগার্ডের বিমানটিতে থাকা পাঁচজন নিহত হয়েছেন।

রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা এনএইচওও পাঁচজনের মৃত্যুর খবর দিয়েছে। প্লেনটির ক্যাপ্টেন বেঁচে গেলেও গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে সংস্থাটি।

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা পাঁচজনের মৃত্যুর পর শোক প্রকাশ করে টিভি লাইভে বলেছেন, কোস্টগার্ডের প্লেনের ছয় ক্রুর মধ্যে পাঁচজন ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত লোকদের সাহায্য করার চেষ্টা করার সময় মারা গেছেন।

তিনি ইশিকাওয়া প্রিফেকচারের নোটো এলাকায় ক্ষতিগ্রস্তদের সেবা করার চেষ্টা করা হয়। এই সময় নিহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।

ধারণা করা হচ্ছে, কোস্টগার্ড প্লেনটি ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ সহায়তা নিয়ে যাচ্ছিল। এসময় রানওয়েতে অবতরণের সময় জাপান এয়ারলাইন্সের প্লেনটির সাথে সংঘর্ষ হয়।

জাপান এয়ারলাইন্স জানিয়েছে, প্লেনটিতে থাকা ৩৭৯ জন যাত্রী এবং ক্রুকে সরিয়ে নেওয়া হয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ মূল্যায়ন করা হচ্ছে।জাপান এয়ারলাইন্সের ৫১৯ ফ্লাইটটি নিউ চিটোস বিমানবন্দর থেকে ছেড়ে এসেছিল।

এ সম্পর্কিত আরও খবর