দুর্ঘটনার শিকার বাইডেনের গাড়িবহর

আমেরিকা, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-12-18 11:53:49

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের গাড়ি বহর দুর্ঘটনার শিকার হয়েছে। রোববার (১৭ ডিসেম্বর) রাতে অন্য একটি গাড়ির সঙ্গে বাইডেনের গাড়ির সংঘর্ষ হয়। তবে এতে বাইডেনের কোন ক্ষতি হয় নি।

সোমবার (১৮ ডিসেম্বর) আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে।

খবরে বলা হয়েছে, জো বাইডেন এবং তার স্ত্রী ফাস্ট লেডি জিল বাইডেন হেডকোয়ার্টারে একটি ক্যাম্পেইনে অংশ নিয়েছিলেন। সেখান থেকে বের হওয়ার পরই জো বাইডেন গাড়িবহরের একটি এসইউভির সঙ্গে একটি সেডান গাড়ির সংঘর্ষ হয়। । এ ঘটনার পর দুজনেই সুস্থ রয়েছে বলে জানিয়েছে বাইডেনের নিরাপত্তাকর্মীরা।

এ ঘটনায় টেলিভিশনের ফুটেজে দেখা গেছে, দুর্ঘটনার পর সিক্রেট সার্ভিস এজেন্টরা বাইডেনকে তার গাড়িতে নিয়ে যাচ্ছেন। এরপর বাইডেনকে
নিরাপদে তার উইলমিংটনের বাড়িতে পৌঁছে দেয়া হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

উল্লেখ্য, এ দুর্ঘটনায় বাইডেন ও তার স্ত্রীর কোনো ক্ষতি না হলেও বাইডেনের গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে। গাড়ির বাম্পার ভেঙে গেছে। এবং গাড়িটি বাইডেনের গাড়িকে ধাক্কা দেয় সেটিকে আটক করতে সমর্থ হয়েছে নিরাপত্তাকর্মীরা।

এ সম্পর্কিত আরও খবর