নেতানিয়াহুকে তার অবস্থান পরিবর্তন করতে হবে : জো বাইডেন

আমেরিকা, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম | 2023-12-13 16:13:37

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মঙ্গলবার (১৩ ডিসেম্বর) ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে সতর্ক করে বলেছেন, ‘গাজায় নির্বিচারে বোমা হামলার কারণে হামাসের বিরুদ্ধে যুদ্ধের জন্য বৈশ্বিক সমর্থন হারানোর ঝুঁকি নিয়েছে ইসরায়েল।’

রয়টার্স জানিয়েছে বাইডেন দাতাদের উদ্দেশ্যে বলেন, ‘ফিলিস্তিনিদের জন্য দ্বি-রাষ্ট্র সমাধানের বিষয়ে তার অবস্থান পরিবর্তন করতে হবে নেতানিয়াহুকে।’

এদিকে নেতানিয়াহু বলেছেন, ‘সংঘাত পরবর্তী গাজাকে কীভাবে শাসন করা হবে তা নিয়ে বাইডেনের সঙ্গে মতবিরোধ ছিল।’

বাইডেন ওয়াশিংটনে একটি প্রচারাভিযান অনুষ্ঠানে বলেন, হামাসের হামলার পরে বিশ্ব ইসরায়েলকে সমর্থন করেছে। কিন্তু, নির্বিচারে বোমা হামলার কারণে তারা সেই সমর্থন হারাতে শুরু করেছে।’

অন্যদিকে, গাজায় হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় মঙ্গলবার (১৩ ডিসেম্বর) জানিয়েছে, উপকূলীয় অঞ্চলে ইসরায়েলের প্রতিশোধমূলক বোমাবর্ষণে ১৮,৪০০ জনেরও বেশি বেসামরিক লোক নিহত হয়েছে।

বাইডেন এর আগে ইসরায়েলি বোমা হামলাকে ‘নির্বিচার’ হিসাবে বর্ণনা করা থেকে বিরত ছিলেন।

বাইডেন বলেন, ‘গত ৭ অক্টোবরের বর্বরতার মুখে যুক্তরাষ্ট্রকে ইসরায়েলকে সমর্থন করতে হবে। তবে নিরপরাধ ফিলিস্তিনিদের নিরাপত্তাও এখন বড় উদ্বেগের বিষয়।’

তিনি আরও ঘোষণা করেন যে, মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানকে চলতি সপ্তাহে মন্ত্রিসভার সঙ্গে আলোচনার জন্য ইসরায়েলে পাঠানো হবে।

এ সম্পর্কিত আরও খবর