ভারতে তিন দিন পরেও উদ্ধার হয়নি ৪০ শ্রমিক 

ভারত, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-11-16 06:30:57

ভারতের উত্তরকাশীতে সুড়ঙ্গ দুর্ঘটনার তিন দিন পরেও ভেতরে ৮০ ঘণ্টার বেশি সময় ধরে ৪০ জন শ্রমিক আটকে আছেন। 

বুধবার (১৫ নভেম্বর) তাদের পরিবার পরিজনেরা স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছেন। 

তারা বলছেন যে বড় মাপের মাটি কাটার যন্ত্র দিয়ে ধসে পড়া মাটি-পাথর সরানোর চেষ্টা করা হচ্ছিল, তা বিকল হলে বিকল্প কী করা হবে, আগে থেকে তার কোনও পরিকল্পনা কেন করা হয় নি!

উল্লেখ্য, উত্তরাখণ্ড রাজ্যের সিল্কিয়ারা থেকে দণ্ডলগাঁও পর্যন্ত প্রায় সাড়ে চার কিলোমিটার লম্বা এই সুড়ঙ্গটি ব্রহ্মখাল থেকে যমুনোত্রী পর্যন্ত নির্মীয়মাণ জাতীয় মহাসড়কের অংশ হিসাবে তৈরি করা হচ্ছিল।

এর আগে রোববার ভোরে সুড়ঙ্গের কাছেই ভূমিধ্বস হয়ে মাটি ও পাথর ধসে পড়ে সুড়ঙ্গের একটা দিক বন্ধ হয়ে যায়, ভেতরে আটকে পড়েন ৪০ জন শ্রমিক।

সুড়ঙ্গের মুখ থেকে তারা প্রায় ২০০ মিটার ভেতর আটকে আছেন। প্রশাসন বলছে, আটকে পড়া প্রত্যেক শ্রমিকই সুরক্ষিত ও সুস্থ আছেন। তাদের সঙ্গে নিয়মিত কথা হচ্ছে, খাদ্য, পানীয় এবং অক্সিজেন পাঠানো হচ্ছে একটি পাইপের মধ্যে দিয়ে।

তবে এর আগে সুড়ঙ্গের ভেতরে তাপমাত্রা খুব বেড়ে গিয়েছিল। বেশি পরিমাণে অক্সিজেন পাঠিয়ে তা নিয়ন্ত্রণ করা গেছে বলে জানাচ্ছেন উদ্ধারকারীরা।



এ সম্পর্কিত আরও খবর