তীব্র দূষণে শ্বাসকষ্টের আশঙ্কায় দিল্লি ছাড়ছেন সোনিয়া

ভারত, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম | 2023-11-14 23:54:36

ভারতের রাজধানী নয়াদিল্লির ধুলো-ধোঁয়ায় অসুস্থতা বাড়তে পারে কংগ্রেসের সাবেক সভানেত্রী সোনিয়া গান্ধীর। তাই চিকিৎসকেরা তাকে আপাতত দিল্লি ছাড়ার পরামর্শ দিয়েছেন।

কংগ্রেসের একটি সূত্রে এনডিটিভি জানিয়েছে, সেই পরামর্শ মেনেই রাজস্থানের রাজধানী জয়পুরে যাচ্ছেন তিনি।

মঙ্গলবার সকালে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পরিষদের (সিপিসিবি) পক্ষ থেকে যে পরিসংখ্যান দেওয়া হয়েছে, তাতে দেখা যাচ্ছে, সামগ্রিকভাবে দিল্লিতে বাতাসের গুণমান (এয়ার কোয়ালিটি ইনডেক্স বা একিউআই) ৪০০-এর কাছাকাছি। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় যা ‘বিপজ্জনক।’

পাঞ্জাব, হরিয়ানায় ফসলের গোড়া পোড়ানোর পাশাপাশি দীপাবলিতে দেদার বাজি ফাটানোর কারণে এক ধাক্কায় দিল্লিতে বায়ুদূষণ অনেকটা বেড়েছে বলে জানিয়েছে রাজধানীর শাসক দল আম আদমি পার্টি (আপ)।

চিকিৎসকদের আশঙ্কা, ধোঁয়াশা এবং দূষিত বাতাসের কারণে দুই মাস আগে হাসপাতাল থেকে ছাড়া পাওয়া সোনিয়ার বুকে ফের সংক্রমণ ছড়াতে পারে। বাড়তে পারে শ্বাসকষ্ট। দীর্ঘ দিন ধরেই তার শ্বাসকষ্টজনিত সমস্যা রয়েছে।

একাধিক বার করোনাতেও আক্রান্ত হয়েছেন তিনি। তাই কংগ্রেস সভানেত্রীকে কোনও ঝুঁকি না নেওয়ার কথা বলেছেন চিকিৎসকরা।

প্রসঙ্গত, ২০২০ সালের নভেম্বরের দ্বিতীয় সপ্তাহেও দিল্লির দূষণের কারণে চিকিৎসকদের পরামর্শে দিল্লি ছেড়ে গোয়ায় গিয়েছিলেন সোনিয়া।

এ সম্পর্কিত আরও খবর