রাজনৈতিক প্রতিহিংসার শিকার মহুয়া : অভিষেক

ভারত, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম | 2023-11-09 15:48:53

ভারতে অর্থের বিনিময়ে সংসদে মোদি এবং আদানিকে নিয়ে প্রশ্ন করার অভিযোগে সাংসদপদ বাতিল হওয়ার পথে পশ্চিবঙ্গের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, এতো বড় চাপের মধ্যে থাকলেও এতোদিন তার নিজ দলের কেউ মহুয়ার পাশে দাঁড়ায়নি। কিন্তু এবার মহুয়ার পাশে দাঁড়ালেন তৃণমূলের দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

বিধাননগরের সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে হাজিরা দিয়ে বেরিয়ে বৃহস্পতিবার (৯ নভেম্বর) সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘কেন্দ্রীয় সরকার তথা মোদি ও আদানিকে প্রশ্ন করায় প্রতিহিংসার শিকার হয়েছেন মহুয়া।’

অভিষেক সাংবাদিকদের আরও বলেন, ‘এথিক্স কমিটিতে অনেকগুলো অভিযোগ জমা পড়ে রয়েছে। আপনারা দেখেছেন, নতুন সংসদ ভবনে বিজেপি সাংসদ রমেশ বিদুরি অশালীন বলে কীভাবে সংসদের সম্মান নষ্ট করেছেন। বিজেপির এমন বহু সাংসদ রয়েছেন যাদের বিরুদ্ধে স্বাধীকার ভঙ্গের নোটিশের শুনানিও বকেয়া রয়েছে। কিন্তু যদি কেউ সরকারের বিরোধিতা করে, সরকারকে প্রশ্ন করতে চায়, আদানির অপকর্ম নিয়ে প্রশ্ন করতে চায়, তাহলে কীভাবে তাকে সাংসদ পদ থেকে বহিষ্কার করা হয় দেখুন।’

তিনি বলেন, ‘আমার মনে হয় মহুয়া নিজেই নিজের লড়াই লড়ার জন্য যথেষ্ট। আমাকেও এরা ৪ বছর ধরে ডাকছে। আলাদা আলাদা অভিযোগে নাম জড়াচ্ছে। একটা অভিযোগ প্রমাণ করতে না পারলে আরেকটায় জড়াচ্ছে। এটা প্রতিহিংসার রাজনীতি ছাড়া আর কিছু নয়।’

‘টাকার বিনিময়ে প্রশ্ন’ ঘটনায় বুধবার (৮ নভেম্বর) প্রকাশ্যে আসে সংসদের এথিকস কমিটির খসড়া সুুপারিশপত্র। সেই সুপারিশপত্রে লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে মহুয়ার সাংসদপদ প্রত্যাহারের আবেদন করেছে কমিটি।

শুধু তাই নয় মহুয়ার বিরুদ্ধে সিবিআই তদন্তের সুপারিশ করেছেন লোকপাল। বিদেশে বসবাসকারী ব্যবসায়ীকে লোকসভার পোর্টালের পাসওয়ার্ড বলে দেওয়ায় তার বিরুদ্ধে জাতীয় সুরক্ষা নিয়ে ছেলেখেলার অভিযোগ উঠেছে।

কিন্তু মহুয়ার দাবি, আগে আদানির কয়লা কেলেঙ্কারির তদন্ত হোক।

প্রসঙ্গত, অভিষেকের অত্যন্ত ঘনিষ্ঠ হিসাবে পরিচিত এই মহুয়া। গত মাসে রাজভবনের সামনে তৃণমূলের অবস্থান চলাকালীন দার্জিলিংয়ে রাজ্যপালের কাছে যে প্রতিনিধি দল গিয়েছিল, তার অন্যতম সদস্য ছিলেন মহুয়া।

এ সম্পর্কিত আরও খবর