বিতর্কিত মন্তব্যের জেরে ক্ষমা চাইলেন নীতীশ কুমার

ভারত, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম | 2023-11-08 16:25:55

ভারতের বিহারের জাতিভিত্তিক জনগণনা নিয়ে রিপোর্ট পেশের সময় জন্মনিয়ন্ত্রণ প্রসঙ্গে কথা বলেছিলেন রাজ্যটির মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। ওই সময়ই বিতর্কিত কিছু মন্তব্য করে বসেন তিনি। যা নিয়ে শুরু হয়েছে জোর সমালোচনা।

এনডিটিভি জানিয়েছে, এই পরিস্থিতিতে বুধবার (৮ নভেম্বর) বিহার বিধানসভায় প্রবেশ করতে গেলে বিজেপি বিধায়করা নীতীশ কুমারকে বাধা দেন।

এরপরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে নীতীশ কুমার বলেন, 'আমি ক্ষমা চাইছি। আমার কথায় কারও মনে আঘাত লেগে থাকলে আমি সেই কথা ফিরিয়ে নিচ্ছি।'

এর আগে ভারতের জাতীয় নারী ও শিশু সুরক্ষা অধিকার কমিশনের পক্ষ থেকেও নীতীশকে ক্ষমা চাইতে বলা হয়েছিল। এই পরিস্থিতিতে বিতর্কে জল ঢালতে ক্ষমা চাইলেন তিনি।

এদিকে, বিহারের বিরোধী দল বিজেপি নীতীশের বিরুদ্ধে তোপ দেগে তার পদত্যাগের দাবি তুলেছে। নীতীশের ডেপুটি তথা আরজেডি নেতা তেজস্বী যাদব মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়ে সাফাই দিয়ে বলেছেন, ‘সেক্স এডুকেশন নিয়ে বোঝাচ্ছিলেন বিহারের মুখ্যমন্ত্রী।’

বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব বলেন, ‘মুখ্যমন্ত্রীর মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে। তার বক্তব্য ছিল যৌন শিক্ষার বিষয়ে। এটা নিয়ে মানুষ কথা বলতে লজ্জাবোধ করে এবং দ্বিধাগ্রস্ত হয়ে থাকে। বিদ্যালয়ে জীববিদ্যা পড়ানো হয়। তিনি শুধু বলতে চেয়েছিলেন যে কীভাবে জনসংখ্যা নিয়ন্ত্রণ করা যায়।’

অন্যদিকে, নীতীশের মন্তব্যকে ‘অশ্লীল এবং পুরুষতান্ত্রিক’ আখ্যা দিয়েছে গেরুয়া শিবির।

বিজেপির জাতীয় মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা বলেছেন, ‘বিধানসভার মধ্যে নীতীশ কুমার যে ভাষা ব্যবহার করেছেন, তা অত্যন্ত অনুপযুক্ত, আক্রমণাত্মক, গভীরভাবে অসম্মানজনক। এটা যৌনতাবাদী এবং পুরুষতান্ত্রিক মানসিকতার প্রতিফলন।’

তিনি আরও বলেন, ‘বিহারের বিধানসভায় যেখানে এই ধরনের ভাষা ব্যবহার হয়, তাহলে ঘরে ঘরে বিহারের নারীদের দুর্দশার কথা একবার ভেবে দেখুন।’

এ সম্পর্কিত আরও খবর