ইসরাইল-হামাস সংঘাত পরিস্থিতি খুবই জটিল: ভারত

ভারত, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-11-05 16:10:13

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর শনিবার (৪ নভেম্বর) ইসরায়েল-হামাস সংঘাত পরিস্থিতিটিকে ‘খুব জটিল’ হিসাবে বর্ণনা করেছেন। টানা ১ মাসের ভয়াবহ এই সংঘাত তীব্রতর হওয়া প্রসঙ্গে তিনি এই কথা বলেন।

এদিন সন্ধ্যায় হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিটে একটি ইন্টারেক্টিভ অধিবেশনে জয়শঙ্কর হামাস-ইসরায়েল সংঘর্ষের ফলে উদ্ভূত পরিস্থিতিকে খুব জটিল হিসেবে বর্ণনা করেছেন।

রোববার(৫ নভেম্বর)  ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিটে তিনি বলেন, ‘আমি স্পষ্টভাবে এটিকে একটি অত্যন্ত জটিল পরিস্থিতি হিসেবে দেখছি। এর ভয়াবহতা আরও বাড়তে পারে।’

বর্তমান সংকট ভারত-মধ্যপ্রাচ্য-ইউরোপ অর্থনৈতিক করিডোর (আইএমইসি) প্রকল্পের বাস্তবায়নের উদ্যোগকে প্রভাবিত করবে কিনা জানতে চাইলে জয়শঙ্কর বলেন, ‘এ সংঘাত সুদূরপ্রসারী প্রভাব ফেলতে পারে। এটি একটি অপ্রত্যাশিত সমস্যা। আমি মনে করি এসব বৃহত্তর লক্ষ্য এবং পরিকল্পনাসমূহ অবিলম্বে পুনর্বিবেচনা শুরু করতে হবে।’

এ সময় জয়শঙ্কর তার ইসরায়েলি প্রতিপক্ষ এলি কোহেনকে সন্ত্রাসবাদ মোকাবেলায়  আন্তর্জাতিক মানবিক আইন পালনের পরামর্শ দেন। 

ইসরায়েল এবং ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রসঙ্গে তিনি বলেন, দ্বি-রাষ্ট্রের জন্য ভারত দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ।

ভারত ফিলিস্তিন সমস্যার সমাধান চায় বলেও জানান তিনি। তবে এর আগে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি ভারত। তবে সংঘাতের শুরু থেকেই ইসরায়েলের প্রতি সমর্থনের ইঙ্গিত পাওয়া যায়।

জয়শঙ্করের সাথে ফোনে কথোপকথনের পরে  মিঃ কোহেন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ একটি পোস্ট করে লেখেন, ‘ইসরায়েলকে সমর্থন এবং হামাস সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে যুদ্ধের জন্য নয়াদিল্লিকে ধন্যবাদ।’

পোস্টে আরও লেখেন, ‘আমাদের যুদ্ধ একটি ঘৃণ্য সন্ত্রাসীর বিরুদ্ধে সমগ্র গণতান্ত্রিক বিশ্বের যুদ্ধ। সংগঠনটি (হামাস) আইএসের( ইসলামিক স্ট্যাটস)  চেয়েও খারাপ।’

জাতিসংঘের সাধারণ পরিষদের গাজায় মানবিক যুদ্ধবিরতির প্রস্তাবে ভারতকে বিরত থাকার সাম্প্রতিক সিদ্ধান্তকেও দৃঢ়ভাবে সমর্থন করেছেন তিনি।

এ সম্পর্কিত আরও খবর