আগামী পাঁচ বছর বিনামূল্যে রেশন দেওয়ার ঘোষণা মোদির

ভারত, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম | 2023-11-04 23:03:16

ভারতের লোকসভা নির্বাচন সামনে রেখে অনেকটা সেমিফাইনাল পরীক্ষার সামনে দেশটির ক্ষমতাসীন দল বিজেপি।

ছত্তিশগড়, রাজস্থান, মধ্যপ্রদেশসহ দেশটির পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। এরপরই আগামী বছর লোকসভা নির্বাচন।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, এই পরিস্থিতিতে শনিবার (৪ নভেম্বর) ছত্তিশগড়ে নির্বাচনী জনসভা থেকে বড় ঘোষণা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

মোদি জানান, আগামী পাঁচ বছরের জন্যে বিনামূল্যে খাদ্যশস্য দেওয়া হবে দেশের ৮০ কোটি নাগরিককে। তবে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার অধীনে ওই রেশন দেওয়া হবে না, বরং দেওয়া হবে জাতীয় খাদ্য সুরক্ষা আইনের আওতায়।

জাতীয় খাদ্য সুরক্ষা আইনের আওতায় বর্তমানে প্রতি মাসে মাথাপিছু পাঁচ কিলোগ্রাম খাদ্যশস্য প্রদান করা হয়। প্রতি কেজিতে দাম পড়ে দুই থেকে তিন টাকা। এক কেজি চালের দাম তিন টাকা পড়ে। এক কেজি গমের জন্য দিতে হয় দুই টাকা।

অন্ত্যোদয় অন্ন যোজনার আওতায় থাকা পরিবারগুলোকে মাসে ৩৫ কেজি খাদ্যশস্য প্রদান করা হয়।

তবে আগামী পাঁচ বছরের জন্যে দেশের ৮০ কোটি মানুষ বিনামূল্যে রেশন পাবেন।

এ সম্পর্কিত আরও খবর