মিজোরামে বিজেপির হাতে গণতন্ত্র বিপন্ন হবে : সোনিয়া গান্ধী

ভারত, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম | 2023-11-02 15:38:47

ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং মিজোরামে নির্বাচনী প্রচারণায় এসে কংগ্রেসকে অযোগ্য, দুর্নীতিগ্রস্ত বলে অভিযুক্ত করেছেন।

এরপরই এক ভিডিওবার্তায় কংগ্রেসের চেয়ারপার্সন সোনিয়া গান্ধী বলেছেন, ‘মিজো চুক্তিতে কংগ্রেস তথা তদানীন্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর ভূমিকা ও গান্ধী পরিবারের সঙ্গে মিজোরামের সম্পর্কের ইতিহাস সবারই জানা।’

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, তিনি বিজেপির ফ্যাসিবাদ ও স্বৈরতন্ত্রের বিরুদ্ধে মিজোদের একজোট হওয়ার ডাক দিয়েছেন।

সোনিয়া বৃহস্পতিবার (২ নভেম্বর) বলেন, ‘বিজেপির বিভাজননীতির ফলেই পড়শি মণিপুর আজ ছারখার। ৬ মাস পরেও প্রধানমন্ত্রী সেখানে এক ঘণ্টার জন্যেও যাননি। ওই বিজেপিরই প্রক্সি দল এমএনএফ ও জেডপিএমকে মিজোরামে ভোট দিলে আখেরে বিজেপি-আরএসএসই মিজোরাম শাসন করবে।’

তার ভাষ্যমতে, ‘আমার হৃদয়ে বিশেষ স্থান রয়েছে মিজোরামের। মিজো চুক্তির পর থেকে বহু বার সেখানে গিয়েছি এবং সেখানকার সৌন্দর্য, সংস্কৃতি ও মানুষের উষ্ণতা আমায় মুগ্ধ করে। কিন্তু, বিজেপি-আরএসএস মিজোরামের সংস্কৃতি-ভাষা-ঐতিহ্য মুছে সারাদেশে একই সংস্কৃতি চাপিয়ে দিতে চায়। তাদের হাতে গণতন্ত্র বিপন্ন। তারা জোর করে সংসদে এমন আইন আনছে, যা উপজাতিদের জমির অধিকার কেড়ে নেবে।’

সোনিয়ার দাবি, ‘ইতিহাস প্রমাণ, মিজোরামে একমাত্র কংগ্রেসই উন্নয়ন আনতে পারে। তাই রাজ্যবাসীকে বিশেষত যুবক ও নারীদের অনুরোধ আর কোনও দলকে পরীক্ষামূলকভাবে সুযোগ দিয়ে রাজ্যের সর্বনাশ না করে শান্তি, উন্নতি ও সংবিধানের ৩৭১জি ধারার রক্ষাকবচ বজায় রাখতে কংগ্রেসেই ভরসা রাখুন।’

এ সম্পর্কিত আরও খবর