পুতিনকে লেখা চিঠিতে রাশিয়ার বিজয় কামনা করলেন কিম

এশিয়া, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম | 2023-10-12 19:52:47

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আরেকবার চিঠি বিনিময় করেছেন বলে জানিয়েছে রয়টার্স।

রাশিয়ায় বিরল সফরের এক মাস পরে লেখা ওই চিঠিতে সাম্রাজ্যবাদীদের রাশিয়া বিরোধী পরিকল্পনার বিরুদ্ধে পুতিনের বিজয় কামনা করেছেন কিম। এ ছাড়াও উভয় নেতাই তাদের দুই দেশের প্রশংসা করে সম্পর্ক গভীর করার উপর জোর দিয়েছেন।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ বৃহস্পতিবার জানিয়েছে, দ্বিপাক্ষিক সম্পর্কের ৭৫তম বার্ষিকী উপলক্ষে ওই দুই নেতার মধ্যে চিঠির আদান-প্রদান হয়েছে।

চিঠিতে কিম লিখেছেন, রাশিয়ায় যে আলোচনা হয়েছে তাতে তিনি খুবই সন্তুষ্ট। তিনি ওই আলোচনাকে অকপট এবং ব্যাপক হিসাবে বর্ণনা করেছেন।

কিম তার চিঠিতে দুই দেশের সম্পর্ককে একটি নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন এবং সাম্রাজ্যবাদীদের ক্রমাগত আধিপত্যবাদী নীতি এবং রাশিয়াকে বিচ্ছিন্ন ও দমিয়ে ফেলার পদক্ষেপগুলোকে হতাশ করার সংগ্রামে পুতিনের বিজয় কামনা করেছেন৷

প্রসঙ্গত, মস্কো এবং পিয়ংইয়ং-উভয়ই কঠোর আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মধ্যে বিশ্ব থেকে ক্রমবর্ধমানভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

আল-জাজিরা জানিয়েছে, পিয়ংইয়ং তার পারমাণবিক অস্ত্র কর্মসূচির বিষয়ে জাতিসংঘের রেজুলেশনের অধীনে নিষিদ্ধ অস্ত্র প্রযুক্তির বিনিময়ে রাশিয়ার সামরিক বাহিনীকে অস্ত্র দেওয়ার প্রস্তুতি নিচ্ছে, এমন উদ্বেগের মধ্যে গত মাসে পুতিনের সঙ্গে শীর্ষ বৈঠকের জন্য রাশিয়া ভ্রমণ করেছিলেন কিম।

আলোচনার পরে দুই নেতা বলেছিলেন, উভয় পক্ষের মধ্যে উত্তর কোরিয়ার স্যাটেলাইট প্রোগ্রাম এবং ইউক্রেনের যুদ্ধসহ সামরিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে।

এদিকে পুতিন তার সর্বশেষ চিঠিতে লিখেছেন, শীর্ষ সম্মেলনটি আরও প্রমাণ যে দুটি দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক অতীতের গৌরবময় ঐতিহ্যের ভিত্তিতে সব দিক থেকে ইতিবাচকভাবে বিকাশ লাভ করেছে।

উল্লেখ্য, ১৯৪৮ সালের ১২ অক্টোবর উত্তর কোরিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে তৎকালীন সোভিয়েত রাশিয়া। উত্তর কোরিয়াকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়া প্রথম দেশও এই রাশিয়া।

অন্যদিকে, উত্তর কোরিয়ার বিরুদ্ধে ইউক্রেনে ব্যবহারের জন্য রাশিয়াকে কামানের গোলা, কাঁধে ছোড়া রকেট এবং ক্ষেপণাস্ত্রসহ অস্ত্র সরবরাহ করার অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র।

কিন্তু, কোনও প্রকার অস্ত্র লেনদেনের কথা অস্বীকার করেছে পিয়ংইয়ং এবং মস্কো।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) এক পৃথক বিবৃতিতে, উত্তর কোরিয়ার ভাইস পররাষ্ট্রমন্ত্রী ইম চোন-ইল ইউক্রেনের উপর রাশিয়ার প্রতি দেশটির সমর্থনের বিষয়টি পুনরায় নিশ্চিত করেছেন।

এ সম্পর্কিত আরও খবর