দিল্লির হাসপাতালে ভর্তি দালাই লামা

এশিয়া, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম | 2023-10-08 22:47:40

তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামাকে রবিবার (৮ অক্টোবর) সন্ধ্যায় ভারতের নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স (এআইআইএমএস) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এনডিটিভি জানিয়েছে, তিনি এআইআইএমএসের কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ডাঃ রাজীব নারাংয়ের অধীনে কার্ডিও-নিউরো সেন্টারের একটি প্রাইভেট ওয়ার্ডে ভর্তি রয়েছেন।

সূত্র জানায়, রবিবার (৮ অক্টোবর) সন্ধ্যায় দালাই লামাকে চিকিৎসাকেন্দ্রে নিয়ে আসা হয়।

এর আগে সর্বশেষ ২০২২ সালে ভারতের ধর্মশালা শহরে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা গ্রহণ করেন দালাই লামা। টিকা নেওয়ার পর তিনি বলেন, এটি খুব সহায়ক, খুব ভালো।

ভারতীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে বিবিসির খবরে তখন বলা হয়েছিল, টিকা নিতে দালাই লামা নিজেই নিবন্ধন করেছেন।

ভারতের হিমাচল রাজ্যে টিকা গ্রহণের পর দালাই লামা বলেন, গুরুতর সমস্যার প্রতিরোধ করতে মানুষের টিকা নেওয়া জরুরি।

ভারতের হিমাচল রাজ্যের কাংরা জেলার প্রধান স্বাস্থ্য কর্মকর্তা গুরদর্শন গুপ্তার বরাত দিয়ে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে তখন বলা হয়েছিল, দালাই লামাকে একজন সাধারণ দর্শনার্থী হিসেবে টিকাকেন্দ্র পরিদর্শনের প্রস্তাব দেওয়া হয়।

গত বছর বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে দালাই লামা বলেন, করোনা মহামারি মানুষের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। মানুষের ভেতর মায়ার অনুভূতি তৈরি করেছে।

এ সম্পর্কিত আরও খবর