দিল্লি পুলিশের জালে আইএস জঙ্গি শাহনাওয়াজ

ভারত, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম | 2023-10-02 21:00:11

ভারতের রাজধানী নয়াদিল্লিতে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) নাশকতার ছক ফের প্রকাশ্যে এসেছে।

দিল্লি পুলিশের স্পেশাল সেল সোমবার (২ অক্টোবর) এক সন্দেহভাজন আইএস জঙ্গিকে গ্রেফতার করেছে। আইএসের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে আটক হয়েছে আরও দুজনকে।

দিল্লি পুলিশ জানিয়েছে, ধৃত আইএস জঙ্গির নাম মোহাম্মদ শাহনাওয়াজ ওরফে শফিউজ্জমান। জাতীয় তদন্ত সংস্থার (এনআইএ) মোস্ট ওয়ান্টেড তালিকায় থাকা শাহনাওয়াজের মাথায় দাম ছিল তিন লাখ টাকা।

পেশায় ইঞ্জিনিয়ার শাহনওয়াজ পুণের আইএস মডিউলের সদস্য বলে দিল্লি পুলিশের পক্ষ থেকে সোমবার দাবি করা হয়েছে।

শাহনাওয়াজ পুণে পুলিশের হেফাজত থেকে পালিয়ে দিল্লি এসেছিলেন বলে জানিয়েছে দিল্লি পুলিশ।

আটককৃত বাকি দুজনের নাম রিজওয়ান আবদুল হাজি আলি এবং আবদুল্লাহ ফৈয়াজ শেখ বলে জানিয়েছে ইন্ডিয়া টুডে।

এই দুজনও পুণে মডিউলের সদস্য বলে দাবি পুলিশের। দিল্লি পুলিশের প্রাথমিক ধারনা হলো, শাহনেওয়াজসহ তিন জঙ্গি দিল্লিসহ উত্তর ভারতের কিছু অংশে নাশকতার ছক কষছিল।

তাদের কাছ থেকে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইসে (আইইডি) ব্যবহারযোগ্য বিশেষ রাসায়নিক উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে তদন্তের জন্য ধৃতদের এনআইএর হাতে তুলে দেওয়া হতে পারে। প্রসঙ্গত, এই নিয়ে আইএসের পুণে মডিউলের মোট সাত জনকে গ্রেফতার করা হল।

এ সম্পর্কিত আরও খবর