ভারতের সবচেয়ে বড় প্রতারক হলো ইসকন : মানেকা গান্ধী

ভারত, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম | 2023-09-27 16:21:51

ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসিয়াসনেসের (ইসকন) বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছেন ভারতের ক্ষমতাসীন রাজনৈতিক দল বিজেপির সাংসদ তথা সাবেক মন্ত্রী মানেকা গান্ধী।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, গত বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘ভারতের সবচেয়ে বড় প্রতারক হলো ইসকন। কারণ, ইসকনের আওতায় থাকা গোশালায় নেই একটিও গরু নেই।’

ভাইরাল হওয়া ওই ভিডিওতে মানেকা গান্ধী বলেন, ‘দেশে আজ সবচেয়ে বড় প্রতারক ইসকন। তারা গোশালা প্রতিষ্ঠা করেছে। যা চালানোর জন্য সরকারের কাছ থেকে অফুরন্ত সুবিধা পায় তারা । তাদের প্রচুর এলাকা আছে। আমি সদ্য অনন্তপুর গোশালায় গিয়েছিলাম। একটিও দুগ্ধ প্রদানকারী গরুও সেখানে নেই, সব ডেয়ারি। একটি বাছুর পর্যন্ত সেখানে নেই। তার মানে সব গরু বিক্রি হয়েছে। কসাইয়ের কাছে গরু বিক্রি করছে ইসকন।’

মানেকা গান্ধী বলেন, ‘ইসকন বলে তাদের গোটা জীবন দুধের ওপর নির্ভরশীল। সম্ভবত তারা যে সংখ্যক গরু বিক্রি করেছে, সেই সংখ্যক গরু আর কেউ বিক্রি করেনি। এরা যদি এসব করতে পারে, তাহলে বাকিদের কী অবস্থা?’

এ সম্পর্কিত আরও খবর