লোকসভা নির্বাচনে বিজেপির জন্য বড় ‘সারপ্রাইজ’ রয়েছে : রাহুল

ভারত, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম | 2023-09-24 16:55:14

ভারতের কংগ্রেস দলীয় সাংসদ রাহুল গান্ধী রবিবার (২৪ সেপ্টেম্বর) নয়াদিল্লিতে একটি অনুষ্ঠানে জোর দিয়ে বলেছেন, তার দল তেলেঙ্গানা, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ের মতোই রাজস্থানের আসন্ন বিধানসভা নির্বাচনে জয়ী হবে এবং ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপির জন্য বড় ‘সারপ্রাইজ’ রয়েছে।

রাহুল তার দলের এক্স-একাউন্ট থেকে পোস্ট করা এক ভিডিওতে বলছেন, ‘এই মুহূর্তে, আমরা তেলেঙ্গানা, মধ্যপ্রদেশ ও ছত্তিশগড় জিতেছি এবং আমরা রাজস্থানেও জয়ের খুব কাছাকাছি। আমরা মনে করি, আমরা সেখানে জিততে সক্ষম হব। বিজেপিও নিজেদের মধ্যে আলাপে এটাই বলছে।’

রাহুল লোকসভার অভ্যন্তরে বিএসপি সাংসদ দানিশ আলীর বিরুদ্ধে বিজেপি সাংসদ রমেশ বিধুরির সাম্প্রতিক সাম্প্রদায়িক মন্তব্যকে উল্লেখ করে বলেন, ‘আমরা কর্ণাটক থেকে শিক্ষা নিয়েছি। রমেশ বিধুরী এবং নিশিকান্ত দুবে-এসব বিজেপি নেতা বর্ণ আদমশুমারির ধারণা থেকে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তারা জানে যে, এটি একটি মৌলিক বিষয়, যা জনগণ চায়। কিন্তু, তারা সেই আলোচনা করতে চায় না।’

তিনি আরও বলেন, ‘যখনই আমরা আলোচনার টেবিলে একটি পয়েন্ট নিয়ে আসি, তখন তারা জনগণকে বিভ্রান্ত করার জন্য এই ধরণের আাচরন করে থাকে। তবে, আমরা এখন শিখেছি কিভাবে এসব মোকাবেলা করতে হয়।’

আসামের প্রতিদিন মিডিয়া নেটওয়ার্ক আয়োজিত একটি আলোচনা সভায় বক্তৃতা করার সময় রাহুল আরও বলেন, ‘এক জাতি, এক নির্বাচন-ধারণাটি জনগণকে তাদের আসল সমস্যাগুলো থেকে বিভ্রান্ত করার লক্ষ্যে ছিল। এটি বিজেপির বিভ্রান্তিকর কৌশলগুলোর মধ্যে একটি।’

এনডিটিভি জানিয়েছে রাহুল অভিযোগের সুরে বলেন, বিরোধী দলগুলো আর্থিক এবং মিডিয়া আক্রমণের মুখোমুখি হচ্ছে। তবে এতো চাপ থাকা সত্ত্বেও তারা ভাল করছে।

তিনি আরও বলেন, ‘‘আমরা ভারতের ধারণা রক্ষার জন্য লড়াই করছি। আর সেজন্যই আমরা আমাদের জোটের নাম ‘ইন্ডিয়া’ দিয়েছি।’’

এ সম্পর্কিত আরও খবর