সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহার

আমেরিকা, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-30 21:26:29

সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সেনারা সিরিয়াতে ইসলামিক স্টেটকে (আইএস) পরাজিত করেছে বলে দাবি করে দেশটি থেকে সেনা প্রত্যাহারের জন্য হোয়াইট হাউজ থেকে পেন্টাগনে প্রতিরক্ষা সদর দফতরে নির্দেশ দিয়েছে।

বুধবার (১৯ ডিসেম্বর) সকালে (স্থানীয় সময় অনুযায়ী) এক টুইট বার্তায় এমনটাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর আল-জাজিরার।

টুইটে ট্রাম্প বলেন, ‘আমরা সিরিয়াতে ইসলামিক স্টেটকে (আইএস) পরাজিত করেছি। দেশটিতে (সিরিয়া) সেনারা থাকার একমাত্র কারণ হলো ট্রাম্প প্রেসিডেন্সি।’

এ বিষয়ে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, এ বিষয়ে তারা এখনো সম্পূর্ণ সিদ্ধান্ত নেয় নি। তবে নতুন বছরের জানুয়ারিতে সিরিয়া থেকে সেনাদের দেশে ফিরিয়ে আনা হবে বলে জানান তিনি।

উল্লেখ্য, ২০১৪ সালে বিমান অভিযানের জের ধরে দেশটিতে সেনা পাঠায় যুক্তরাষ্ট্র। সেখানে প্রায় পাঁচবছর যাবৎ আইএসের বিরুদ্ধে লড়াই করেছে দুই হাজার মার্কিন সেনা। অবশেষে যুদ্ধ বিধ্বস্ত সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট।

এ সম্পর্কিত আরও খবর