দিল্লির হাসপাতালে ভর্তি সোনিয়া গান্ধী

ভারত, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম | 2023-09-03 17:02:52

হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন ভারতের রাজনৈতিক দল কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপারসন সোনিয়া গান্ধী।

দিল্লির একটি হাসপাতালে শনিবার (২ সেপ্টেম্বর) ভর্তি করাতে হয়েছে তাকে। মুম্বাইয়ে শুক্রবারই বিরোধী জোট ‘ইন্ডিয়া’র বৈঠক সেরে দিল্লি ফেরেন তিনি। তারপরই শনিবার তিনি অসুস্থ হয়ে পড়েন বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

সংবাদ সংস্থা এএনআই সূত্রের খবর, সোনিয়ার বুকে সংক্রমণ রয়েছে। তার গায়ে হালকা জ্বরও রয়েছে।

৭৬ বছর বয়সি কংগ্রেসের সাবেক এই সভানেত্রী সম্প্রতি নতুন করে সক্রিয় হয়েছেন রাজনীতিতে। ইতিমধ্যেই লোকসভার বর্ষা অধিবেশনে যোগ দিয়েছেন তিনি।

লোকসভা ভোটের মুখে বিজেপি বিরোধী জোট ‘ইন্ডিয়া’র তিনটি বৈঠকের মধ্যে দুটি বৈঠকেই সশরীরে উপস্থিত থেকেছে তিনি।

তিনি জুলাইয়ে বেঙ্গালুরুতে গিয়েছিলেন। আগস্টে সর্বশেষ মুম্বাইয়ে দুই দিনের বৈঠকেও উপস্থিত ছিলেন সোনিয়া। সেখান থেকে ফেরার পরই তার বুকে সংক্রমণের সমস্যা নতুন করে দেখা দেয়।

বিশ্বস্ত সূত্রের খবর, তারপর তড়িঘড়ি দিল্লির স্যর গঙ্গারাম হাসপাতালে ভর্তি করানো হয়ে কংগ্রেসের সাবেক এই সভাপতিকে।

উল্লেখ্য, গত মার্চ মাসেও শারীরিক অসুস্থতার জন্য হাসপাতালে ভর্তি করানো হয়েছিল সোনিয়াকে। হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, সোনিয়া বুকে সংক্রমণ নিয়ে বেশ কিছু দিন ধরেই কষ্ট পাচ্ছেন। সেই সূত্রেই চেক আপের জন্য হাসপাতালে আনা হয়েছে তাকে।

বুকে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার দিন কয়েক আগেই উত্তর প্রদেশের রায় বরেলির সাংসদ সোনিয়া কাশ্মীরের শ্রীনগরের সফরেও গিয়েছিলেন।

এ সম্পর্কিত আরও খবর