নিহত তৃণমূলকর্মীকে ‘বাংলাদেশি সন্ত্রাসী’ দাবি ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর

ভারত, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-30 05:18:09

পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার গিতালদহের জারিধরলা গ্রামে বাবু হক নামে এক তৃণমূল কর্মী খুনের ঘটনায় নতুন তথ্য হাজির করেছেন ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। তিনি বলেছেন, ওই তৃণমূলকর্মী ‘বাংলাদেশি সন্ত্রাসী’।

বুধবার কোচবিহার জেলা বিজেপির দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক বলেন, ‘মঙ্গলবার ভোর রাতে বাবু হক নামে এক তৃণমূল কর্মীকে গুলি করার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। সেই বাবু হক বাংলাদেশি নাগরিক।’

বিজেপির এই নেতার দাবি, ‘বাবু হকের আসল নাম আব্দুল রহমান। তার বাড়ি বাংলাদেশের মোগলহাটের কর্ণপুর এলাকায়। তিনি একজন আন্তর্জাতিক অপরাধী। সেই ব্যক্তি আবার ভারতেরও নাগরিক। ভারতে তার আধার কার্ডও রয়েছে। সেখানে তার নাম বাবু হক ওরফে বাবু রহমান।’

বাবু হকের মৃত্যু নিয়ে তৃণমূল সরকার রাজনীতি করছে অভিযোগ তুলে নিশীথ প্রামাণিক বলেন, ‘ওই মৃত ব্যক্তির বাবা এবং স্ত্রী বাংলাদেশের নাগরিক। বিভিন্ন সময় বিভিন্ন ঘটনায় বাংলাদেশের বিজিবি এবং পশ্চিমবঙ্গ পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন তিনি। সেই ব্যক্তিকে তৃণমূল কংগ্রেস তাদের কর্মী হিসেবে দাবি করছে। বিজেপির ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা হচ্ছে।’

পঞ্চায়েত ভোটের তফসিল ঘোষণার পর সম্প্রতি কোচবিহারে তৃণমূল ও বিজেপির মধ্যে কয়েক দফায় সংঘাত হয়েছে। এরই ধারাবাহিকতায় গত মঙ্গলবার বাবু হক নামে ওই ব্যক্তির বাড়িতে ঢুকে পরপর গুলি চালায় প্রতিপক্ষ। এতে তিনি মারা যান। ওই ঘটনায় জখম হয়েছেন আরও সাতজন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর