২ হাজার রুপির নোট তুলে নিচ্ছে ভারত

ভারত, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-09-01 01:50:59

বাজার থেকে ২ হাজার রুপির নোট তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে ভারতের কেন্দ্রীয় ব্যাংক।

শুক্রবার (১৯ মে) এক বিজ্ঞপ্তিতে এই কথা জানিয়েছে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া। ৩০ সেপ্টেম্বরের মধ্যে ২ হাজার রুপির নোট ব্যাংকে জমা দিয়ে সমপরিমাণ রুপি নিতে বলা হয়েছে।

এর আগেও ২০১৬ সালে নোট বাতিল করেছিল নরেন্দ্র মোদির সরকার। তখন ৫০০ এবং ১ হাজার রুপির নোট বাতিল করা হয়েছিল। যা ঘিরে দেশজুড়ে শোরগোল পড়ে গিয়েছিল। বিপাকে পড়েছিলেন বহু মানুষ। এই নিয়ে সরগরম হয়েছিল জাতীয় রাজনীতি। ৭ বছরের মাথায় এ বার ২ হাজার রুপির নোট তুলে নেওয়া হচ্ছে।

দেশটির কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, ২০১৬ সালে নোট বাতিলের সময় ৫০০ এবং ১ হাজার রুপির নোট বাতিল করা হয়েছিল। সেই সময় নোটের ঘাটতি পূরণ করতে বাজারে ২ হাজার টাকার নোট আনা হয়েছিল। বর্তমানে অন্য নোটগুলির জোগান যথেষ্ট পরিমাণে রয়েছে। তাই ২০১৮-১৯ সালে ২ হাজার রুপির নোট ছাপানো বন্ধ করে দেওয়া হয়।

বাজারে যত সংখ্যক ২ হাজার রুপির নোট রয়েছে, ২০১৭ সালের মার্চ মাসের আগে এর প্রায় ৮৯ শতাংশ ছাড়া হয়েছিল। বাজারে যে পরিমাণ ২ হাজারের নোট লেনদেন হচ্ছিল, তার পরিমাণ ক্রমান্বয়ে কমেছে। ২০১৮ সালের ৩১ মার্চ যেখানে এর পরিমাণ ছিল ৬.৭৩ লাখ কোটি রুপি, ২০২৩ সালের ৩১ মার্চে তা কমে দাঁড়ায় ৩.৬২ লাখ কোটি রুপি। আরবিআইয়ের মতে, ২ হাজার রুপির নোটের ব্যবহার ধীরে ধীরে কমেছে।

এ সম্পর্কিত আরও খবর