ইউক্রেন যুদ্ধ 'অনিবার্য' ছিল: পুতিন

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-09-01 04:23:42

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেন যুদ্ধ ছিল 'অনিবার্য' বিষয়। রাশিয়া এই যুদ্ধ শুরু করেনি। বরং যুদ্ধে জড়িয়ে পড়তে বাধ্য হয়েছে। ইউক্রেনে রুশ হামলার বর্ষপূর্তিকে সামনে রেখে মঙ্গলবার এক ভাষণে তিনি এই মন্তব্য করেন।

পুতিন বলেন, নাৎসিদের (ই্উক্রেন) পেছনে ছিল পাশ্চাত্য। রাশিয়ার সীমান্তকে নাৎসিমুক্ত করাটা রাশিয়ার জন্য ছিল গুরুত্বপূর্ণ।

পুতিন তার বক্তৃতায় আবারো বলেন, পাশ্চাত্য পচে গেছে। তারা 'আধ্যাত্মিক বিপর্যয়ের' দিকে ধাবিত হচ্ছে।

তিনি বলেন, তারা ঐতিহাসিক তথ্য বিকৃত করছে, অব্যাহতভাবে আমাদের সংস্কৃতি, রুশ অর্থোডক্স চার্চ এবং আমাদের দেশের ঐতিহ্যবাহী ধর্মগুলোর ওপর হামলা করছে।

পুতিন বলেন, 'তারা তাদের নিজেদের জনসাধারণের প্রতি কী করছে দেখুন, পরিবার, সংস্কৃতি ও জাতীয় পরিচিতিকে ধ্বংস করছে, বিপথগামিতা বাড়ছে, শিশুদের অপব্যবহার করে এটাকেই স্বাভাবিক বলে ঘোষণা করছে। পাদ্রিরা একই লিঙ্গের বিবাহকে আশীর্বাদ করতে বাধ্য হচ্ছে।'

তিনি বলেন, যে বিষয়টি পরিষ্কার হয়ে গেছে তা হলো অ্যাঙ্গিক্যান চার্চ লিঙ্গ-নিরপেক্ষ ঈশ্বরের ধারণা বিস্তার করছে।... পাশ্চাত্যেল কোটি কোটি লোক বুঝতে পারছে যে তারা সত্যিকারের আধ্যাত্মিক বিপর্যয়ের দিকে ধাবিত হচ্ছে।'

এ সম্পর্কিত আরও খবর