ইসরায়েলি অভিযানে ১০ ফিলিস্তিনি নিহত, হামাসের রকেট হামলা

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-31 05:22:51

দখলকৃত পশ্চিম তীরের শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর অভিযানে ১০ ফিলিস্তিনি নিহতের পর ইসরায়েলের দিকে রকেট ছুড়েছে গাজার সশস্ত্র শাসক গোষ্ঠী হামাস। ইসরায়েল দাবি, গাজার দক্ষিণাঞ্চল থেকে ছোড়া দুটি রকেট প্রতিহত করেছে তারা।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দিনভর পশ্চিম তীরের জেনিন শহরের শরণার্থী ক্যাম্পে ব্যাপক তাণ্ডব চালায় ইসরায়েলি সেনারা। গত কয়েকদিন ধরে থেমে থেমে চলা অস্থিরতা চরমে রূপ নেয়। এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ফিলিস্তিনি কর্তৃপক্ষের দাবি, ইসরায়েলি সেনাদের অভিযানে গুলিবিদ্ধ হয়ে এক প্রবীণ ফিলিস্তিনিসহ অন্তত ১০ জন নিহত হন। আহতরা হাসপাতালে ভর্তি। কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে শঙ্কা জানিয়েছেন চিকিৎসকরা।

এমন পরিস্থিতির মধ্যেই গাজা থেকে ইসরায়েলের দিকে রকেট ছুড়েছে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস। ইসরায়েলের সীমান্ত এলাকায় বিমান হামলার সতর্কতামূলক সাইরেন বেজে উঠে। বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার পরামর্শ দেয় কর্তৃপক্ষ। যদিও ইসরায়েলে রকেট আঘাত এবং আহতের খবর পাওয়া যায়নি। রকেট উৎক্ষেপণের ফুটেজ প্রকাশ করেছে ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো।

এর কয়েক ঘণ্টার পর ইসরায়েলি সামরিক বাহিনী বিবৃতিতে জানিয়েছে, রকেটের জবাবে হামাসের প্রশিক্ষণ শিবির লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে তারা।

এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইসরায়েল পরিস্থিতিকে আর বাড়াতে চাচ্ছে না। কিন্তু নিরাপত্তা বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন তিনি।

পশ্চিম তীরের জেনিন ক্যাম্পের পরিস্থিতি শান্ত রাখতে ইসরায়েল-ফিলিস্তিনি প্রতিনিধির সঙ্গে কথা বলেছেন যুক্তরাষ্ট্র, জাতিসংঘের কর্মকর্তারা।

গত বছর মার্চ ও এপ্রিলে ইসরায়েলে একাধিক প্রাণঘাতী হামলার পর থেকে দফায় দফায় ইসরায়েলি বাহিনীর অভিযান শুরু হয় ফিলিস্তিনের বিভিন্ন শহরে। বিশেষ করে বেনিয়ামিন নেতানিয়াহু ক্ষমতায় বসার পর অধিকৃত পশ্চিম তীরে উত্তেজনা আরও বেড়ে যায়।

সম্প্রতি ফিলিস্তিনিদের নিন্দা ও তীব্র আপত্তি উপেক্ষা করেই আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইতেমার বেন-গাভিরের সফরের ঘটনায় তোলপাড় শুরু হয়। সফরে, আল আকসাকে হামাসের সম্পদ হতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন বেন গাভির।

এ ঘটনাকে নজিরবিহীন আখ্যা দেয় ফিলিস্তিনি কর্তৃপক্ষ। তাদের অভিযোগ, সীমা অতিক্রম করেছে তেল আবিব। তারা বলছে, আল আকসাকে সিনাগগ বানাতে চায় নেতানিয়াহু প্রশাসন।

এ সম্পর্কিত আরও খবর