ইতালির নাইট ক্লাবে পিপার স্প্রে আতঙ্ক: পদপিষ্টে নিহত ৬

ইউরোপ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-30 06:26:49

ইতালির কোরিনালদোর ব্লু ল্যানটার্ন নাইট ক্লাবে ঝাঁঝালো কিছু ছড়িয়ে পড়ার আতঙ্কে দর্শকরা ছোটাছুটি শুরু করলে পদপিষ্ট হয়ে ৬ জন মারা গেছেন।

শুক্রবার (৭ ডিসেম্বর) দিবাগত রাত একটার দিকে এ ঘটনা ঘটে।

ধারণা করা হচ্ছে, কোনোভাবে পিপার স্প্রে বা এ ধরনের কিছু ছড়িয়ে পড়লে আতঙ্কে যখন সবাই দিকবিদিক দৌঁড়ানো শুরু করলে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় আরও অন্তত ৩৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম। আহতদের সবাই হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনাস্থলে উপস্থিতদের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, ৭ ডিসেম্বর ব্লু ল্যানটার্ন নাইট ক্লাবে রেপার সেফরা ইবাসতার কনসার্ট হওয়ার কথা ছিলো। হঠাৎ উপস্থিত লোকজন নাকে মুখে জ্বালাপোড়া হয় এমন কিছু অনুভব করেন।

পরে এটা নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো ক্লাবজুড়ে। এ সময় সবাই বের হওয়ার পথের দিকে ছুটেন। প্রথম দিকে দরজায় দাঁড়ানো গার্ড তাদের বের না হতে দিয়ে ফিরিয়ে দেয়। পরে ভেতরে থাকা সবাই ধাক্কাধাক্কি করে বের হওয়ার সময় পদপিষ্ট হয়ে ৬ জন মারা যায়।

ঘটনার তদন্ত করছে স্থানীয় আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী। ঘটনার সময় এক হাজারেরও বেশি দর্শক উপস্থিত ছিলেন ক্লাবটিতে।

এ সম্পর্কিত আরও খবর