ভারতীয় সেনার গুলিতে পাকিস্তানি স্কুল ভ্যানচালক নিহত

, আন্তর্জাতিক

সেন্ট্রাল ডেস্ক ৩ | 2023-08-24 16:53:33

পাকিস্তানি সামরিক বাহিনী জানিয়েছে, বিতর্কিত কাশ্মীর অঞ্চলে সীমান্ত নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর ভারতীয় নিরাপত্তা বাহিনীর গুলিতে পাকিস্তানের এক স্কুল ভ্যান চালক নিহত হয়েছেন। সেনা মুখপাত্র আসিফ গফুর তার সরকারি টুইটার একাউন্টে বলেন, ‘সীমান্ত নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতের অনৈতিক ও অপেশাদারিত্বমূলক কর্মকান্ড অব্যাহত রয়েছে। এর ধারাবাহিকতায় জেনেভা কনভেনশন ও অস্ত্রবিরতি সমঝোতা চুক্তি লঙ্ঘন করে বট্টাল সেক্টরে স্কুল শিক্ষার্থীদের বহন করা ভ্যানকে লক্ষ্য করে তারা গুলি ছুঁড়ে। এতে ভ্যান চালক শাহাদৎ বরণ করেন।’ ২০০৩ সালে পাকিস্তান ও ভারত এলওসি ও ওয়ার্কিং বাউন্ডারি বরাবর অস্ত্রবিরতি ঘোষণা করে। এ অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘন করায় উভয় দেশ নিয়মিতভাবে পরস্পরকে দায়ি করে। বৃহস্পতিবারের ঘটনা ছিল বিগত পাঁচদিনের মধ্যে আন্তঃসীমান্ত এলাকায় দ্বিতীয় গুলির ঘটনা। পাকিস্তানি সেনাবাহিনী জানায়, সীমান্ত নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতীয় নিরাপত্তা বাহিনীর গুলিতে কমপক্ষে তিনজন বেসামরিক নাগরিক আহত হয়েছে। এদের মধ্যে দু’জন নারী রয়েছে।

এ সম্পর্কিত আরও খবর