ভারতীয় কূটনীতিককে তলব পাকিস্তানের

, আন্তর্জাতিক

সেন্ট্রাল ডেস্ক ৩ | 2023-08-30 13:28:27

বিতর্কিত কাশ্মীর অঞ্চলে সীমান্ত নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর সম্প্রতি অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘন করে স্কুল ভ্যানচালককে গুলি করে হত্যা করায় পাকিস্তান ভারতীয় ডেপুটি হাইকমিশনার জে.পি. সিংকে ডেকে পাঠিয়ে এ হত্যার আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে। বৃহস্পতিবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশীয় বিষয়ক ডেস্কের মহাপরিচালক মোহাম্মাদ ফয়সাল ভারতীয় এ কূটনীতিককে ডেকে পাঠিয়ে বট্টাল সেক্টরে বিনা উস্কানিতে অস্ত্রবিরতি লঙ্ঘনের নিন্দা জানান। এক বিবৃতিতে বলা হয়, যে কোনো ধরনের হামলা চালানো থেকে বিরত থাকার আহবান জানানো সত্ত্বেও ভারতীয় নিরাপত্তা বাহিনী অব্যাহতভাবে অস্ত্রবিরতি লঙ্ঘন করে চলেছে। এর ধারাবাহিকতায় ভারতীয় দখলদার বাহিনী বট্টাল-মধারপুর সড়কে স্কুল শিক্ষার্থীদের বহন করা একটি ভ্যানকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এতে ভ্যান চালক সর্ফরাজ শহীদ হন। ২০০৩ সালে পাকিস্তান ও ভারত এলওসি ও ওয়ার্কিং বাউন্ডারি বরাবর অস্ত্রবিরতির ঘোষণা দেয়। এদিকে আবার উভয় দেশ অস্ত্রবিরতি লঙ্ঘন প্রশ্নে পরস্পরকে দায়ি করে।

এ সম্পর্কিত আরও খবর