পুলিৎজার পুরস্কার পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত ফাহমিদা

বিবিধ, আন্তর্জাতিক

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-09-01 20:42:38

পুলিৎজার পুরস্কার পেলেন বাংলাদেশি-আমেরিকান চিত্রশিল্পী ও গল্পকার ফাহমিদা আজিম। ইনসাইডার ওয়েবসাইটে প্রকাশিত চীনা বন্দিশিবির থেকে পালানোর, ইলাস্ট্রেটেড প্রতিবেদনের জন্য তিনি এ পুরস্কার জিতেছেন।

পুলিৎজারের অফিসিয়াল ওয়েবসাইটে ফাহমিদা আজিমের পুরস্কার পাওয়ার তথ্য দেওয়া হয়।

ফাহমিদা ছাড়াও পুলিৎজার পুরস্কার পেয়েছেন, অ্যান্থনি ডেল কোল, জোশ অ্যাডামস ও ইনসাইডারের ওয়াল্ট হিকি।

ফাহমিদা আজিম বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের সিয়াটেলে বসবাস করেন। ছয় বছর বয়সে মা-বাবার সঙ্গে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় পাড়ি জমান ফাহমিদা। ওয়াশিংটন অঙ্গরাজ্যের সিয়াটলে একটি কোম্পানিতে গ্রাফিক ডিজাইনার হিসেবে কাজ করছেন তিনি।

এর আগে বাংলাদেশি আলোকচিত্রী পনির হোসেন ২০১৮ সালে বার্তা সংস্থা রয়টার্সের পাঁচ ফটো-সাংবাদিকের সঙ্গে যৌথভাবে পুলিৎজার জিতেছিলেন।

এ সম্পর্কিত আরও খবর