ক্রিমিয়ায় রুশ সামরিক বিমানঘাঁটিতে বিস্ফোরণ

ইউরোপ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-29 13:55:41

ইউক্রেনের ক্রিমিয়া উপদ্বীপে রাশিয়ার একটি সামরিক বিমানঘাঁটির কাছে বড় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এঘটনায় একজন নিহত এবং আর বেশ কয়েকজন আহত হয়েছেন।

স্থানীয় সময় মঙ্গলবার (০৯ আগস্ট) বিকেলে একাধিক বিস্ফোরণ ঘটে। খবর বিবিসির।

২০১৪ সাল থেকে ক্রিমিয়ার নিয়ন্ত্রণ নিজেদের হাতে রেখেছে রাশিয়া। দখলে রাখা ক্রিমিয়ায় মস্কোর নিয়োগ করা আঞ্চলিক প্রশাসকের উপদেষ্টা ওলেগ ক্রুচকভ জানান, নোভোফেদোরিভকা সামরিক ঘাঁটির কাছে এসব বিস্ফোরণ ঘটেছে। এ ঘাঁটি ক্রিমিয়ার পশ্চিমাঞ্চলে অবস্থিত।

প্রত্যক্ষদর্শীদের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার (০৯ আগস্ট) বিকেল ৩টা ২০ মিনিটের দিকে কমপক্ষে ১২টি বিস্ফোরণের শব্দ শুনতে পায়। বিস্ফোরণস্থল থেকে কালো ধোঁয়া উড়তে দেখেছেন তারা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজেও নোভোফেদোরিভকা ঘাঁটির কাছ থেকে ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। তবে এসব ভিডিও নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি।

পরে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, গোলাবারুদে বিস্ফোরণ ঘটেছে। তবে ওই সামরিক ঘাঁটিতে গোলাবারুদের মজুত অক্ষত আছে। তবে হতাহতের ঘটনা ঘটেনি। ক্রিমিয়ায় রাশিয়ার নিযুক্ত গভর্নর সের্গেই আকসিয়োনোভ ঘটনাস্থলে পৌঁছেছেন।

এ সম্পর্কিত আরও খবর