শস্য চুক্তির একদিন পরই ইউক্রেনের বন্দরে বিস্ফোরণ

ইউরোপ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-31 10:54:25

শস্য রফতানির জন্য কিয়েভ ও মস্কোর মধ্যে যুগান্তকারী চুক্তি স্বাক্ষরের একদিন পরই ইউক্রেনের একটি গুরুত্বপূর্ণ বন্দরে বিস্ফোরণ ঘটেছে।

শনিবার (২৩ জুলাই) ভোরে ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় শহর ওডেসা বন্দরে বেশ কয়েকটি বিস্ফোরণ ঘটে।

বিস্ফোরণের কারণ এখনও স্পষ্ট নয় বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

শুক্রবারের চুক্তির শর্ত অনুসারে, শস্যের চালান ট্রানজিট চলাকালীন রাশিয়া বন্দরগুলোতে কোনও ধরনের হামলা চালাবে না বলে জানিয়েছিল।

কয়েক মাস ধরে চলা সংঘাতের পর জাতিসংঘ এই চুক্তিকে আশার আলো বলে বর্ণনা করেছে।

স্থানীয় এমপি ওলেক্সি হোনচারেঙ্কো টেলিগ্রামে লিখেছেন, শহরে ছয়টি বিস্ফোরণ হয়েছে এবং বন্দরে আগুন লেগেছে।

তিনি আরও বলেন, ইউক্রেনীয় বিমান প্রতিরক্ষা বাহিনী আরও কয়েকটি ক্ষেপণাস্ত্র গুলি করে ফেলেছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার সেনারা কৃষ্ণ সাগরের ইউক্রেনীয় বন্দরগুলো অবরোধ করে রেখেছে। ফলে, লাখ লাখ টন শস্য ও অনেক জাহাজকে আটকা পড়েছে। এতে বিশ্বব্যাপী সরবরাহ ব্যবস্থা আরও কঠিন হয়ে ওঠে এবং রাশিয়ার ওপর পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে বিশ্বজুড়ে খাদ্য ও জ্বালানির দাম মুদ্রাস্ফীতি বাড়িয়েছে। তবে, মস্কো বিশ্বব্যাপী ক্রমবর্ধমান খাদ্য সংকটের দায় অস্বীকার করেছে। তারা নিজস্ব খাদ্য ও সার রফতানি কমে যাওয়ার জন্য পশ্চিমা নিষেধাজ্ঞা এবং ইউক্রেনকে দোষারোপ করেছে।

জাতিসংঘের এক কর্মকর্তা বলেন, শুক্রবার স্বাক্ষরিত একটি পৃথক চুক্তি রাশিয়ার রফতানির পথকে সহজ করবে।

এ সম্পর্কিত আরও খবর