‘ইরানের বিধ্বস্ত বিমানের খোঁজ পাওয়া গেছে’

, আন্তর্জাতিক

সেন্ট্রাল ডেস্ক ৩ | 2023-08-26 15:28:57

ইরানের ইয়াসুজ শহরের কাছে বিধ্বস্ত হওয়া যাত্রীবাহী বিমানটির খোঁজ পাওয়া গেছে। দ্বিতীয় দিনের মতো অনুসন্ধানের পর সোমবার এ বিমানের ধ্বংসাবশেষ পাওয়া গেল। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে রবিবার থেকে অনুসন্ধান তৎপরতা বাধাগ্রস্ত হচ্ছিল। ইরানের কুহকিলোয়ি-বুয়ের আহমাদ প্রদেশের গভর্নর জাফর গোহারগানি আজ বিমানের খোঁজ পাওয়ার ঘোষণা দিয়েছেন। তবে ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এখনো সংবাদটি নিশ্চিত করেনি। স্থানীয় সময় রবিবার সকাল ৮টায় ইস্পাহান প্রদেশের সেমিরোম শহরের পার্বত্য এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়। বিমানে ছয় ক্রুসহ ৬৬ আরোহীর সবাই নিহত হয়েছেন। ধারণা করা হচ্ছে, খারাপ আবহাওয়ার কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে। অসেমান এয়ারলাইন্সের এ বিমানটি ফ্রান্স ও ইতালির যৌথ মালিকানাধীন এটিআর কোম্পানি নির্মিত এবং এটি রাজধানী তেহরানের মেহরাবাদ বিমানবন্দর থেকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইয়াসুজ শহরে যাচ্ছিল। তবে গন্তব্যের ২০ কিলোমিটার আগেই বিমানটি বিধ্বস্ত হয়। উড্ডয়নের ৫০ মিনিট পর রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত সেখানে হেলিকপ্টারে করে উদ্ধারকর্মীদের পাঠানো হয় কিন্তু ঘন কুয়াশা ও বৃষ্টির কারণে উদ্ধার অভিযান বাধাগ্রস্ত হচ্ছিল।

এ সম্পর্কিত আরও খবর