মিয়ানমারে যৌন ট্যাবু ভাঙতে যৌন শিক্ষা

এশিয়া, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-26 02:33:44

ক্লাসে শিক্ষিকা শিক্ষার্থীদের জিজ্ঞাসা করছে কে যৌন শিক্ষা নিতে ইচ্ছুক। বিপরীতে সবাই হাত তুলে নিজেদের সম্মতির কথা জানাচ্ছে শিক্ষার্থীরা। যেন এক নতুন সময়ের উন্মোচন।

তবে কোন প্রথাগত কোন শিক্ষা প্রতিষ্ঠানে নয়। মিয়ানমারের নারী শিক্ষিকা ড. থেট হতিউ’র স্ব-প্রণোদিত হয়ে দেশটির নারীদের যৌন সম্পর্কে শিক্ষা দিচ্ছেন। আল-জাজিরার এক প্রতিবেদনে খবরটি প্রকাশ করে।

প্রতিবেদনে আরো বলা হয়, মিয়ানমারে এখনো যৌনতা একটি ট্যাবুর মত। এটি নিয়ে নারী-পুরুষ সবাই কথা বলতে লজ্জা বোধ করে। দেশটিতে ‘ভেজাইনা’ শব্দটি এখনো একটা গালি।

এই ট্যাবুকে ভাঙ্গার জন্য দেশের বিভিন্ন স্থানে ভ্রমণ করে মানুষকে যৌনতা সম্পর্কিত শিক্ষা দিচ্ছে ৩৫ বছর বয়সী এই শিক্ষিকা। হিজাব পড়ে ক্লাসে বসে  নারীদের বয়ঃসন্ধি, রজ ও যৌন বিষয়ক প্রাথমিক শিক্ষা দিচ্ছেন তিনি।

দক্ষিণ এশিয়ার কোন দেশের শিক্ষা প্রতিষ্ঠানে যৌনতা সম্পর্কে  শিক্ষা দেওয়া হয়না। তাই স্ব-প্রণোদিত হয়ে এই শিক্ষার চালু করেন বলে জানান শিক্ষিকা।

ক্লাসে কিশোরী থেকে শুরু করে ৬০ বছরের নারীদের জন্য উন্মুক্ত রেখেছেন তিনি।

শিক্ষিকা বলেন, ‘অনেক নারী যৌনতা সম্পর্কে জেনেছে তাদের মা-খালাদের কাছ থেকে। এজন্য এ সম্পর্কে  তাদের জ্ঞানের ঘাটতি রয়েছে। যখন আলোচনা করি তখন ঘাটতিগুলো ফুটে উঠে।

তবে শুধু যৌন শিক্ষা নয় নারী উন্নয়ন, অধিকার ও নির্যাতন প্রতিরোধ সম্পর্কে শিক্ষা দিচ্ছেন ড. থেট হতিউ।

এ সম্পর্কিত আরও খবর