ভারতীয় বাহিনীর গুলিতে পাকিস্তানি শিশু নিহত

, আন্তর্জাতিক

সেন্ট্রাল ডেস্ক ৩ | 2023-08-30 09:28:05

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার বলেছে, ভারতীয় বাহিনীর গুলিতে আট বছর বয়সী এক পাকিস্তানি শিশু নিহত হয়েছে। ভারতীয় বাহিনী পাকিস্তানের আজাদ কাশ্মিরের 'জিজত বাহাদার' গ্রাম লক্ষ্য করে গুলি চালালে ওই শিশু প্রাণ হারায় বলে দাবি করা হয়েছে। ওই হত্যাকাণ্ডের পর ভারতের একজন কূটনীতিককে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে এনে প্রতিবাদ জানানো হয়েছে। তবে ভারতের পক্ষ থেকে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। সম্প্রতি দুই প্রতিবেশী দেশের মধ্যে গুলি বিনিময়ের ঘটনাও বেড়ে গেছে। এক দেশ অপর দেশকে যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য অভিযোগ করছে। পাকিস্তান একটি পরিসংখ্যান তুলে ধরে বলেছে, ভারতীয় বাহিনী বছরের শুরু থেকে এ পর্যন্ত কাশ্মিরের নিয়ন্ত্রণ রেখা বরাবর ৩৩৫ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। এর ফলে ১৫ জন বেসামরিক ব্যক্তি নিহত ও ৬৫ জন আহত হয়েছে। কয়েক দিন আগে পাকিস্তানের সেনাবাহিনী সীমান্তে একজন পাকিস্তানি বেসামরিক ব্যক্তিকে হত্যার প্রতিশোধ হিসেবে পাঁচজন ভারতীয় সেনাকে হত্যার দাবি করেছে।

এ সম্পর্কিত আরও খবর