পশ্চিমবঙ্গে করোনা শনাক্তের হার নামল ১ শতাংশের নিচে

ভারত, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-25 15:15:59

পশ্চিমবঙ্গে গত ২৪ ঘণ্টায় কোভিডে মৃত্যু হয়েছে ১৩ জনের। এর মধ্যে কলকাতায় মারা গিয়েছেন চার জন আর উত্তর ২৪ পরগনায় পাঁচ জন।

রাজ্যটিতে দৈনিক সংক্রমণের হার কমতে কমতে এক শতাংশের নিচে নেমেছে। গত বছর মার্চ মাসে সংক্রমণের হার এক শতাংশের নীচে দেখা যায়। একদিনে আক্রান্তের সংখ্যাও কমেছে। কলকাতা এবং উত্তর ২৪ পরগনা দুই জেলাতেই কমেছে নতুন সংক্রমণ। কমেছে দৈনিক মৃত্যুও।

শুক্রবার রাজ্য স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে নতুন করে সংক্রমিত হয়েছেন ৩১৯ জন। কলকাতায় আক্রান্ত হয়েছেন ৩৮ জন। আক্রান্তে শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগনা। ওই জেলায় আক্রান্ত ৪১ জন।

গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১৩ জন। এর মধ্যে কলকাতায় মারা গিয়েছেন চার জন আর উত্তর ২৪ পরগনায় পাঁচ জন। শুক্রবার রাজ্যে সংক্রমণমুক্ত হয়েছেন এক হাজার ৩৪৬ জন।

রাজ্যের সংক্রমণের হার কমে হল শূন্য দশমিক ৯০ শতাংশ। গত বছর ২ মার্চে দৈনিক সংক্রমণের হার ছিল শূন্য দশমিক ৯০ শতাংশ। তারপর থেকে গত ৩৫২ দিন ধরে সংক্রমণের হার কখনও বেড়েছে, আবার কখনও কমেছে।

এ সম্পর্কিত আরও খবর