খাসোগি হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ডের সিদ্ধান্ত

মধ্যপ্রাচ্য, আন্তর্জাতিক

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-31 07:51:30

সাংবাদিক জামাল খাসোগি হত্যার সাথে যুক্ত থাকার অভিযোগে পাঁচ জনের মৃত্যুদণ্ড হবে বলে জানিয়েছেন সৌদি আরবের সর্বোচ্চ আইন কর্মকর্তা। কিন্তু এ হত্যাকাণ্ডের মূল হোতা হিসেবে আলোচিত সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সম্পৃক্ততা নেই বলেও জানানো হয়। 

বৃহস্পতিবার (১৫ নভেম্বর) সৌদি আরবের অ্যাটর্নি জেনারেল সৌদ আল মুজিবের বরাত দিয়ে আল জাজিজার এক প্রতিবেদনে খবরটি নিশ্চিত করে।

ওয়াশিংটন পোস্টের সাংবাদিক জামাল খাসোগিকে হত্যার সাথে জড়িত থাকায় ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ১১ জন এই হত্যাকাণ্ডের সাথে যুক্ত আছে বলে অভিযোগ প্রমাণিত। এই ১১ জনের পাঁচ জনকেই মৃত্যুদণ্ড দেওয়া হবে।

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে সৌদ আল মুজিব জানান, ‘পাচজন ব্যক্তি এই হত্যার নির্দেশনা দিয়েছে। তারাই খাসোগিকে বিষক্রিয়ায় হত্যা ও টুকরো করার সিদ্ধান্ত দেয়।’

এমনকি খাসোগিকে মারাত্মক বিষ প্রয়োগ করে হত্যা করা হয় বলেও জানান দেশটির সর্বোচ্চ আইন কর্মকর্তা।

তবে ২ অক্টোবর প্রসিদ্ধ এই সাংবাদিককে তুরস্কের সৌদি কনস্যুলেটে হত্যা করা হয়। এর পরেই সন্দেহের তির সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমানের দিকে যায়। সৌদি আরব সারকারি তদন্তে এই হত্যার সাথে সৌদি যুবরাজের সম্পৃক্ততা নেই বলেও জানায় আল মুজিব।

এ সম্পর্কিত আরও খবর