রিং-এ শিশু বক্সারের মৃত্যু, বক্সিং বন্ধের দাবি

আমেরিকা, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক,বার্তা২৪.কম | 2023-09-01 03:27:24

‘বক্সিং রিং’ যেখানে একজন আরেকজনকে শারীরিক আঘাত করার বৈধতা থাকে। তবে এই বৈধতার একটা নির্দিষ্ট দেয়াল থাকে। কিন্তু বৈধতার দেয়াল টপকে অবৈধ সীমানায় প্রবেশ করলেই সেখানে বিপদ ঘটে। ঘটতে পারে মৃত্যুর ঘটনাও।

আর সেটা যদি শিশুদের রিংয়ে হয় তাহলে তো আরো বিপদ। এ ঠিক এমনটাই ঘটেছে থাইল্যান্ডে এক বক্সিং রিংয়ে। মুয়াই থাই মার্শিয়াল আর্টে ১৩বছরের দুই শিশুর লড়াইয়ে একজনের মৃত্যু হয়। ১০ বছর ধরে চলা মুয়াই থাই মার্শিয়াল আর্টে মুয়াই থাই ও আনুচা তাসাকোর লড়াইয়ে এই ঘটনা ঘটে।

বেশ কয়েকবার মাথায় তীব্র আঘাত করাতে মস্তিষ্কে জখম লাগে এতেই মৃত্যু হয় তাসাকোর।

আর তাসাকোর মৃত্যুর কারণেই থাইল্যান্ডে জনপ্রিয় এই লড়াই বন্ধের দাবি উঠে। থাইল্যান্ড সরকার থেকে শুরু করে সাধারণ জনগণ এখন শিশুদের এই লড়াই বন্ধের পক্ষে রয়েছে। এ সম্পর্কে দ্রুত অভিযোগ জমা দিলে সরকার একটি ব্যবস্থা নিবে জানায় থাইল্যান্ডের ক্রীড়া মন্ত্রী।

বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে জানায়, থাইল্যান্ডের সাধারণ জনতা অভিযোগের আঙ্গুল রেফারির দিকেও তুলছেন। কারণ খেলায় যখন দুজনই রাগান্বিত তখন রেফারি খেলা বন্ধ করলেই সমস্যার সমাধান হয়ে যেত।

 

এ সম্পর্কিত আরও খবর