এবছর বিশ্বজুড়ে রেকর্ড ৪৮৮ সাংবাদিক কারাগারে

বিবিধ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-28 22:47:08

এবছর সারা বিশ্বে রেকর্ড ৪৮৮ সাংবাদিক বিভিন্ন দেশের কারাগারে বন্দী রয়েছেন। এছাড়া নিহত হয়েছেন ৪৬ জন।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) আন্তর্জাতিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ) জানিয়েছে, গত ২৫ বছরের মধ্যে বিশ্বে এটি সর্বোচ্চ সাংবাদিক গ্রেফতারের ঘটনা। তবে এ বছর সবচেয়ে কম সাংবাদিক নিহত হয়েছেন।

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, এ বছর মধ্যপ্রাচ্যে তুলনামূলক স্থিতিশীল থাকায় সাংবাদিক নিহত হওয়ার ঘটনা কমেছে।

সংবাদপত্রের স্বাধীনতা নিয়ে কাজ করা এই সংগঠনটি বলেছে, গত বছরের তুলনায় সাংবাদিকদের নির্যাতনের ঘটনা বেড়েছে। যে দেশ ও এলাকাগুলোয় এমন ঘটনা বেড়েছে, সেগুলোর মধ্যে রয়েছে হংকং, মিয়ানমার ও বেলারুশ। এসব দেশে গত এক বছরে সাংবাদিকদের নির্যাতনের সংখ্যা প্রায় ২০ শতাংশ বেড়েছে।

আরএসএফের পক্ষ থেকে বলা হয়েছে, ২০২১ সালে যেভাবে নারী সাংবাদিকদের আটক করা হয়েছে। এর আগে এভাবে আরও কোনও সময় আটক করা হয়নি। চলতি বছর ৬০ জন নারী সাংবাদিককে আটক করা হয়েছে, যা ২০২০ সালের তুলনায় এক-তৃতীয়াংশ বেশি।

চীনে সবচেয়ে বেশি ১২৭ জন সাংবাদিক কারাবন্দী। দ্বিতীয় অবস্থানে রয়েছে মিয়ানমার। দেশটিতে গ্রেফতার হয়েছেন ৫৩ জন সাংবাদিক। এ ছাড়া ভিয়েতনামে ৪৩, বেলারুশে ৩২ ও সৌদি আরবে গ্রেফতার হয়েছেন ৩১ জন।

এ সম্পর্কিত আরও খবর